Advertisment

অনলাইনে মুসলিম মহিলাদের ছবি বিকৃত করে অপপ্রচার! গ্রেফতার ইঞ্জিনিয়ারিং পড়ুয়া

GitHub Apps Case: পাশাপাশি এই মামলায় উত্তরাখন্ড থেকে এক মহিলাকেও আটক করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, Woman ‘molested’ in reserved compartment of moving train

প্রতীকী ছবি।

GitHub Apps Case: অনলাইনে মুসলিম মহিলাদের ছবি বিকৃত করে অশ্লীল প্রচার। মুম্বই পুলিশের হাতে বেঙ্গালুরু থেকে ধৃত ইঞ্জিনিয়ার পড়ুয়া। পাশাপাশি এই মামলায় উত্তরাখন্ড থেকে এক মহিলাকেও আটক করা হয়েছে। পাশাপাশি এই মামলায় উত্তরাখন্ড থেকে এক মহিলাকেও আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃত পড়ুয়া বিশাল কুমারকে বান্দ্রা আদালতে তোলা হলে, পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে খবর, ধৃতের ট্যুইটার অ্যাকাউন্টের ছবি দেখে সন্দেহ হয় তদন্তাকারীদের। মুসলিম মহিলাদের ছবি বিকৃত করে অশ্লীল ভাবে ব্যবহার অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টের আইপি অ্যাড্রেস চিহ্নিত করেই এই গ্রেফতারি।

Advertisment

তাঁকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আদৌ গোটা ঘটনায় সেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জড়িত, না কোনও বিশেষ চক্রের  সে সদস্য মাত্র।

এদিকে, মুসলিম মহিলাদের অবমাননা করে ওয়েব বা অনলাইন পেজ। এক মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশে দায়ের এফআইআর। গীতহাব অ্যাপ নামে ওই ওয়েব পেজে একাধিক মহিলার ছবি সম্পাদিত করে অশ্লীলতা ছড়ানো হয়েছে। এমনটাই দিল্লি পুলিশের কাছে সম্প্রতি অভিযোগ জানান ওই সাংবাদিক। জানা গিয়েছে, অভিযোগকারিণীর ছবিও সেই ওয়েব পেজে রয়েছে।

ছয় মাস আগেও একই অভিযোগে দিল্লি এবং নয়ডায় অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু সেই সময় কোনও গ্রেফতারির ঘটনা ঘটেনি। এমনটাই অভিযোগ সমাজকর্মীদের। যদিও প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই সরে গিয়েছে সেই গীতহাব অ্যাপ। আপাতত অভিযোগকারিণী মহিলাদের তোলা স্ক্রিনশটের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। আইপিসির ৫০৯ অর্থাৎ মহিলাদের মানহানির ধারায় মামলা রুজু করে তদন্ত চলছে। এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্তা।

সুত্রের খবর, বিতর্কিত পোস্টগুলো যে অ্যাকাউন্ট থেকে করা হয়েছিল, কয়েকটি চিহ্নিত করা গিয়েছে। সেই অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত চালাচ্ছে পুলিশ। পুলিশে দায়ের করা অভিযোগ পত্রে ওই সাংবাদিক লিখেছেন, ‘আজ সকালে আমি দেখতে পাই একটা ওয়েবসাইটে আমার সম্পাদিত ছবি। যে ছবি যথেষ্ট আপত্তিকর এবং কটু মন্তব্যপূর্ণ। আমি প্রায় অনলাইনে ব্যাঙ্গের শিকার হই কিন্তু এই অনলাইনে হেনস্থা বাড়াবাড়ি। এর বিরুদ্ধে অবশ্যই হেনস্থার অভিযোগে ব্যবস্থা নেওয়া উচিত।‘

অপরদিকে, মুসলিম মহিলাদের প্রতি অবমাননাকর ওয়েব পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। রবিবার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ‘গীতহাব ব্যবহারকারী এক ব্যক্তিকে ব্লক করেছে সংস্থা। পাশাপাশি পুলিশ এবং সিইআরটি আইনি ব্যবস্থা নিচ্ছে।‘ সাম্প্রতিক সময়ে সমাজের প্রভাবশালী কয়েকজন মুসলিম মহিলার ছবি দিয়ে অনলাইন নিলাম প্রচার শুরু হয়েছিল। সেই নিয়ে বিতর্ক শুরু হতেই সক্রিয় হয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, সিইআরটি সাইবার হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নিয়ন্ত্রক সংস্থা।

বুল্লিবাই নামে তৈরি করা সেই অনলাইন পেজে সোশাল মিডিয়ায় সক্রিয় প্রভাবশালী মুসলিম মহিলাদের ছবি ব্যবহার হয়েছে। এমনটাই সমাজকর্মীদের অভিযোগ। ইতিমধ্যে দিল্লির এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ।   উত্তর প্রদেশেও পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বুল্লিবাই অ্যাপকে বিপজ্জনক ঘোষণা করে মুম্বাই পুলিশ এবং কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cyber crime Mumbai Police Github App Muslim Women Engineer Students
Advertisment