Advertisment

পাক ম্যাচ হারের জ্বালা! ক্রিকেটারের মেয়েকে ধর্ষণ হুমকি, ইঞ্জিনিয়ার আটক হায়দরাবাদে

Indo-Pak Match: ‘প্রযুক্তিগত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে হায়দরাবাদের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খুব দ্রুত তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
Police arrested sumit adhikari who is the son of ex deputy mayor of howrah on child sexual harassment case

প্রতীকী ছবি

Indo-Pak Match: এক ভারতীয় ক্রিকেটারের সদ্যোজাত কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে আটক হায়দরাবাদের যুবক। পেশায় ইঞ্জিনিয়ার অভিযুক্ত চাকরি ছেড়ে পিএইচডি গবেষণারত। টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ম্যাচ হারার পরই ভারতীয় দলের প্রথম একাদশের সেই ক্রিকেটার মেয়ের উদ্দেশে এই হুমকি পেয়েছেন। মুম্বাই পুলিশের একটি সুত্র বলেছে, অভিযুক্তের নাম রামনগেশ আলিবাথিনি।

Advertisment

বান্দ্রা কুন্দ্রা কমপ্লেক্স থানার সাইবার অপরাধ দমন শাখার এক সুত্রের দাবি, ‘প্রযুক্তিগত তথ্য-প্রমাণ খতিয়ে দেখে হায়দরাবাদের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খুব দ্রুত তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হবে। তখন বিস্তারিত আপনাদের জানানো হবে।‘

সেই হুমকি পাওয়ার পরেই বান্দ্রা-কুরলা কমপ্লেক্স থানায় একাধিক ধারায় মামলা রজু হয়েছে। দিল্লি মহিলা কমিশন পৃথক ভাবে দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। এদিকে, টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে পারফরম্যান্স সুবিধাজনক ছিল না ভারতীয় দলের। ক্রিকেট প্রেমীদের একাংশ টিম ইন্ডিয়ার প্রথম একাদশকে কাঠগড়ায় তুলেছে। এবার তাঁদের ভারতীয় দলের প্রথম একাদশের সদস্য এক ক্রিকেটারের সন্তানো। অনলাইনে সেই সদ্যোজাতের বিরুদ্ধে উড়ে এসেছিল হুমকি। সেই ঘটনায় ক্যাপ্টেন কোহলির পাশে দাঁড়ান রাহুল গান্ধি।

ট্যুইট করে কংগ্রেস সাংসদ লেখেন, ‘প্রিয় বিরাট, এদের মন হিংসায় পূর্ণ। কারণ কেউ এদের ভালোবাসা দেয়নি। তাই এদের ক্ষমা করে দাও। দলকে রক্ষা করো।‘

সেই একাধারে আক্রমণের নিশানায় ছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। তাঁর সমর্থনে অবশ্য এগিয়ে এসেছিলেন বিরাট কোহলি। তিনি বলেছিলেন, ‘আমার কাছে ধর্ম নিয়ে কাউকে আঘাত করার মতোন জঘন্য আর কিছু হতে পারে না। প্রত্যকের নিজস্ব মতপ্রকাশের অধিকার রয়েছে। কিন্তু আমি ভাবতেই পারি না কারও বিরুদ্ধে ধর্ম নিয়ে বৈষম্যের কথা তুলবো। ধর্ম খুব পবিত্র এবং ব্যক্তিগত জায়গা। তাকে সেখানেই রাখা উচিত।‘

তিনি জুড়েছিলেন, ‘মানুষ তাঁদের হতাশার বহিপ্রকাশ ঘটান কারণ তাঁরা জানেন না ব্যক্তিগত স্তরে আমাদের কতটা উজাড় করে দিতে হয়। মাঠে নেমে আমাদের কীভাবে খেলতে হয়! মহম্মদ শামি আগে বহুবার ভারতকে ম্যাচ জিতিয়েছেন। জাতীয় দলের প্রথম একাদশে জসপ্রীত বুমরার সঙ্গেই ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে।‘   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mumbai Police T20 World Cup Indo-Pak Match Rape threat
Advertisment