Advertisment

লোকসভায় পেশ আধার সংশোধনী বিল

রবিশঙ্কর প্রসাদ লোকসভায় বলেন, "আধার নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন করে না। জাতীয় স্বার্থেই নাগরিকের তথ্য চাওয়া হয়"।

author-image
IE Bangla Web Desk
New Update
aadhaar

সোমবার মোবাইল এবং ব্যাঙ্ক পরিষেবায় আধার সংযুক্তিকরণের বিল পেশ হল লোকসভায়। দেশের শীর্ষ আদালত যদিও রায় দিয়েছে এই দুই পরিষেবাতেই আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। তবে আধার আইন সংশোধনের জন্য বহুদিন ধরেই চেষ্টা করে চলেছে মোদী সরকার।

Advertisment

বিল অনুযায়ী, স্বেচ্ছায় গ্রাহক মোবাইলের সিম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধারকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে পারবে। যাঁরা ইতিমধ্যেই মোবাইলের সিম অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য আধার জমা করেছেন তাঁরাও স্বেচ্ছায় জমা করেছেন বলে মোবাইল পরিষেবা সংস্থা বা ব্যাঙ্কগুলি দাবি করতে পারবে। গত মার্চেই এই বিষয়ে একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। সেই অর্ডিন্যান্সকে আইনে বদলে ফেলতেই এই ২০১৬ এর আধার আইন সংশোধনের প্রস্তাব।

কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ চলতি বছরেই আধার সংশোধন বিলের প্রস্তাব দেন। কেরালার আরএসপি সদস্য এনকে প্রেমচন্দ্রন তার বিরোধিতা করেন। রবিশঙ্কর প্রসাদ লোকসভায় বলেন, "আধার নাগরিকের গোপনীয়তা লঙ্ঘন করে না। জাতীয় স্বার্থেই নাগরিকের তথ্য চাওয়া হয়"। তিনি আরও বলেন, নাবালকদের ক্ষেত্রে প্রাপ্ত বয়সে পৌঁছলেই তাঁর অনুমতি নেওয়া হবে।

এই প্রসঙ্গে প্রেমচন্দ্রন বলেছেন রবিশঙ্করের প্রসাদের প্রস্তাব সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলের পরিবর্তে আধার সংশোধনী আইন পেশের জন্য মোদী সরকারের সমালোচনাও করেন তিনি।

প্রসাদ পালটা বলেন আধার বাধ্যতামূলক না হওয়া সত্ত্বেও দেশের ৬০ কোটি নাগরিক আধার জমা দিয়েই মোবাইল সিম নিয়েছে। তাঁর যুক্তি, দেশের মানুষ আধারকে গ্রহণ করে নিয়েছে।

Read the full story in English

Aadhaar Card
Advertisment