Advertisment

স্ত্রী'র পরিচয় দিয়েই ফ্ল্যাটভাড়া! বান্ধবী খুনে চাঞ্চল্যকর তথ্য, চোখ কপালে পুলিশের

২০২১ সালের সেপ্টেম্বরে, দুজনেই ভাসাইয়ের ফ্ল্যাট ছেড়ে মার্চে দিল্লিতে গিয়ে থাকতে শুরু করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Shraddha Walkar's murder case, accused in Shraddha Walkar's murder case, Delhi girl chopped off, Aftab, delhi crime news, crime news

ভয়ঙ্কর অভিযোগ

রোজই সামনে আসছে নতুন তথ্য। বান্ধবী খুনে নয়া মোড়। স্বামী-স্ত্রী পরিচয় দিয়েই ফ্ল্যাট ভাড়া নেয় আফতাব-শ্রদ্ধা। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। কলসেন্টারে কাজের সূত্রে আলাপ তারপর ঘনিষ্ঠতা। পরিবার সম্পর্কে রাজী না হওয়ায় দিল্লি চলে আসেন আফতাব-শ্রদ্ধা।

Advertisment

লিভ-ইন পার্টনারকে নৃশংস ভাবে খুনের পর তাঁর দেহ ফ্রিজে পুরে রেখেছিল আফতাব পুনাওয়ালা। এমন নারকীয় হত্যাকাণ্ডের পরও দক্ষিণ দিল্লির মেহেরৌলির ফ্ল্যাটে আরেক মহিলাকে নিয়ে এসেছিল আফতাব। দিল্লির নৃশংস কাণ্ডের তদন্তে নেমে চোখ কপালে তোলার মতো তথ্য পেল পুলিশ। স্ত্রী'র পরিচয় দিয়েই ফ্ল্যাটভাড়া করে আফতাব। পাশাপাশি ফ্ল্যাটে মাঝে মধ্যেই চলত পার্টি। একাধিক মহিলার যাতায়াত ছিল সেই ফ্ল্যাটে।

শ্রদ্ধাকে খুনের পর বাম্বল নামে একটি ডেটিং অ্যাপে এক মনোবিদের প্রেমে পড়ে আফতাব। তার আগে এই অ্যাপেই ২০১৯ সালে শ্রদ্ধার সংস্পর্শে আসে সে। সূত্রের খবর, জুন-জুলাই মাসে একাধিকবার আফতাবের ফ্ল্যাটে আসেন সেই মহিলা। তখন শ্রদ্ধার দেহাংশ বাড়িতেই ফ্রিজে রাখা ছিল। তদন্তকারী গোয়েন্দাদের মতে, গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করা হয়। এর পর তাঁর ইনস্টাগ্রাম থেকে বন্ধুদের মেসেজ করে আফতাব। যাতে শ্রদ্ধার বন্ধুদের কোনও সন্দেহ না হয়। শ্রদ্ধার ক্রেডিট কার্ডের বিলও মিটিয়ে দেয় যাতে সংস্থাগুলি শ্রদ্ধার মুম্বইয়ের ঠিকানায় যোগাযোগ না করে। ২০১৯ সালে নাইগাঁও (পূর্ব)তে এক কামরায় ফ্ল্যাট ভাড়া নেওয়া দুজনেই নিজেদের বিবাহিত বলে দাবি করে। আফতাব পুনাওয়ালার নামে ভাড়ার চুক্তি হয়। পরে অতমারী পরিস্থিতিতে দুজনেই সেই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যান।

হত্যাকাণ্ডের তদন্তে রোজই উঠে আসছে চমকপ্রদ তথ্য। সবদিক খোলা রেখেই পুলিশ তদন্ত চালাচ্ছে। তদন্তে নেমে উঠে আসে আরও এক ভয়ঙ্কর তথ্য। মহারাষ্ট্রের ভাসাইতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করে আফতাব-শ্রদ্ধা! সেসময় শ্রদ্ধাকে নিজের স্ত্রী'র পরিচয় দেয় আফতাব। শ্রদ্ধা ও আফতাবের পরিচয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। শ্রদ্ধার বাবা-মা প্রথম থেকে তাদের সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন, এরপর তারা দুজনেই বাড়ি ছেড়ে একসঙ্গে থাকতে শুরু করে। তিন বছর একসঙ্গে থাকাকালীন ভাসাই এলাকাতেই একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা।

আরও পড়ুন : < রাজীব হত্যা মামলায় সাজাপ্রাপ্তদের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র >

২০২০- থেকেই মহারাষ্ট্রের ভাসাইতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করে আফতাব-শ্রদ্ধা! ফ্ল্যাটের মালিকের দেওয়া বয়ান অনুসারে পুলিশ জানতে পেরেছে শ্রদ্ধাকে নিজের স্ত্রী হিসাবেই পরিচয় দেন আফতাব। তিনি তার আধার কার্ড এবং অন্যান্য নথিও ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় নিয়ম মেনে জমাও দেন। ফ্ল্যাটের মালিক আরও বলেন, দুজনেই সময়মতো ফ্ল্যাটের ভাড়া ও অন্যান্য বিল মিটিয়ে দিতেন। শ্রদ্ধা এখানে একটি স্পোর্টস রিটেইল স্টোরে নতুন একটি কাজে যোগ দেন।

২০২১ সালের সেপ্টেম্বরে, দুজনেই ভাসাইয়ের ফ্ল্যাট ছেড়ে মার্চে দিল্লিতে গিয়ে থাকতে শুরু করেন। হত্যার প্রাথমিক পরিকল্পনা হিসাবে আফতাব মুম্বাই থেকে দিল্লি গিয়ে থাকতে পারে এমনটাই মনে করছেন দুঁদে পুলিশ আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, ভাসাইয়ে শেষ যে ফ্ল্যাটটি তিনি ভাড়া নিয়েছিলেন তার চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত আগস্টে। আফতাব কবে সেই ফ্ল্যাট থেকে অন্যত্র শিফট করে তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আফতাব পুনাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে দিল্লিতে তাদের ব্যাগপত্র আনতে কে মুম্বই যাবে তা নিয়ে দুজনের মধ্যে প্রবল বচসা হয়। ২৭ বছরের শ্রদ্ধাকে হত্যা করে তাঁর দেহাংশ মেহরৌলির জঙ্গলেই ফেলে দেয় আফতাব। উদ্ধার হওয়া দেহাংশ আদৌ শ্রদ্ধারই কি না, তা তদন্ত করে দেখছে দিল্লি পুলিশ। দেহাংশগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুঁদে পুলিশ আধিকারিকদের দাবি তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে আফতাব। তাই রহস্য উদঘাটন করতে আফতাবের নার্কো পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশের দুঁদে গোয়েন্দারা।

delhi Murder Delhi Police
Advertisment