Advertisment

'আগে নিজের ঘর সামলান'! সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথের

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' আমলে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Defence Minister Rajnath Singh tests Covid-19 positive

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' আমলে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

জম্মুতে ডিফেন্স কনক্লেভে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও চিনকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, 'পাক অধিকৃত কাশ্মীর বরাবরই ভারতের অবিচ্ছেদ্য অংশ'।

Advertisment

পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) নিয়ে ফের বড়সড় বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মুতে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের কড়া সমালোচনা করেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' আমলে দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোমবার জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরওয়ার সিং অডিটোরিয়ামে প্রতিরক্ষা কনক্লেভের উদ্বোধন করেন। এ সময় তিনি পাকিস্তান ও চিনকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ৯ বছরে মোদি সরকারের আমলে বিশ্বের সামনে ভারতের একটি শক্তিশালী ভাবমূর্তি উঠে এসেছে। ভারত আজ যা-ই বলুক না কেন, সারা বিশ্বের মানুষ তা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেছিলেন যে বিজেপি সরকারের অধীনে আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা ব্যপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময় রাজনাথ সিং কেন্দ্রের বিজেপি সরকারের অর্জনের কথা জনগণকে জানান। তিনি বলেন, 'মোদী সরকার দেশের উন্নয়নে প্রাণপাত করছেন'।

rajnath singh
Advertisment