আম আদমি পার্টি মঙ্গলবার অভিযোগ করেছে যে, ভারতীয় সেনায় অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের জাত জিজ্ঞাসা করা হচ্ছে। পরীক্ষার্থীরা কোন সম্প্রদায়ের নিয়োগের সময় সেটাই নাকি বড় বিবেচ্য হয়ে উঠছে। তবে এই অভইযোগ 'গুজব' বলে উড়িয়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আপের এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং টুইট করে বিষয়টি প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি, ভারতের ইতিহাসে প্রথমবারের জন্য, সেনায় নিয়োগের জন্য পরীক্ষার্থীদের জাত উল্লেখ করতে বলা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তাঁর প্রশ্ন, দলিত, আদিবাসী, অনগ্রসররা কী সেনাবাহিনীতে চাকরি করার জন্য যোগ্য নন? টুইটে এি সাংসদ লিখেছেন, 'মোদীজি কী দলিত/অনগ্রসর/আদিবাসীদের সেনাবাহিনীতে নিয়োগের যোগ্য বলে মনে করেন না? ভারতের ইতিহাসে প্রথমবারের মতো সেনা নিয়োগে জাত জানতে চাওয়া হচ্ছে। অগ্নিবীর নাকি জাতিবীর, মোদীজি আপনাকে কোনটা বানাতে হবে?'
হিন্দিতে একটি টুইটে সঞ্জয় সিং অভিযোগ করে লিখেছেন, 'মোদী সরকারের নোংরা মুখ দেশের সামনে বেরিয়ে এসেছে।'
সঞ্জয় সিংয়ের মারাত্মক অভিযোগ নস্যাৎ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, 'আমি এটা পরিষ্কার করতে চাই যে অভিযোগটি একটি গুজব। স্বাধীনতার আগে যে (নিয়োগ) ব্যবস্থা ছিল তা অব্যাহত রাখা হয়েছে এবং কোনও বদল ঘটেনি।'