পাঞ্জাব থেকে আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য নির্বাচিত রাঘব চাড্ডার সরকারি বাসভবন বরাদ্দের বিষয়টি এখন পাটিয়ালা হাউস কোর্টে পৌঁছেছে। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে প্রথম রাজ্যসভা সচিবালয় নতুন দিল্লিতে একটি টাইপ-VII বাংলো বরাদ্দ করেছিল, যা সাধারণত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীদের দেওয়া হয়। এর পরে তাকে তার সাংসদ ক্যাটাগরিতে বরাদ্দ করা হয় টাইপ-VI দ্বিতীয় নতুন বাংলো। যা বরাদ্দ করে রাজ্যসভা সচিবালয়ের হাউস কমিটি। সংস্কারের পর সেখানে তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন।
কিন্তু এখন Type-V এর জন্য যোগ্য হওয়ার কারণে তার সরকারি বাসস্থানের বরাদ্দ আবার বাতিল করা হয়েছে। এরপরই পাটিয়ালা হাউস কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। এর আগে সাংসদ চাড্ডা রাজ্যসভার চেয়ারম্যান (উপরাষ্ট্রপতি) জগদীপ ধনখরের কাছে এবিষয়ে একটি রিপোর্টও দিয়েছিলেন। পাটিয়ালা হাউস কোর্ট এখন এই বিষয়ে পরবর্তী শুনানি করবে ১০ জুলাই।
সরকারি বাসস্থান বরাদ্দ এবং তা বাতিলের বিষয়ে পাটিয়ালা হাউস কোর্টে উভয় পক্ষের তরফে ইতিমধ্যেই হলফনামা দাখিল করা হয়েছে। আগামী ১০ জুলাই এ বিষয়ে পরবর্তী শুনানি হবে আদালতে। সরকারি আবাসনের বরাদ্দ বাতিলের সিদ্ধান্তকে বিজেপি সরকারের বিদ্বেষমূলক মনোভাব বলে অভিহিত করেছেন চাড্ডা। চাড্ডা অভিযোগ করেছেন যে রাজ্যসভার সাংসদ হিসাবে তাঁর মেয়াদ এখনও ৫ বছরেরও বেশি । কিন্তু তার বাসভবন বাতিল করে বিজেপি ঘৃণার রাজনীতি করছে।
তিনি বলেন, ‘আমার বরাদ্দ বাংলো বাতিল করে সরকার নাগরিক হিসেবে আমার অধিকার লঙ্ঘন করছে এবং গণতন্ত্রকে আঘাত করছে। এমন পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে যারা সরকারি নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বা চ্যালেঞ্জ করছেন তাদের কাছে ভীতিকর বার্তা দেওয়া হয়েছে। সরকারি বাংলো বরাদ্দের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে, চাড্ডা আরও অভিযোগ করেছেন অন্যরাও যারা ঠিক একই ভাবে বরাদ্দ করা বাংলোতে রয়েছেন তাদের বরাদ্দ বাতিল করা হয়নি। মানসিক যন্ত্রণা ও হয়রানির জন্য চাড্ডা সাড়ে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও করেছেন।
চাড্ডা বলছেন, তাকে আগে থেকে আইনের কোন নোটিশ না দিয়েই তার বাড়ির বরাদ্দ বাতিলের নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উল্লিখিত বাসভবনটি আইনের যথাযথ প্রক্রিয়া মেনে রাজ্যসভার চেয়ারম্যান বরাদ্দ করেন। এরপর তিনি সপরিবারে সেই বাংলোতে থাকতে শুরু করেন। তিনি উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কারণ ও যৌক্তিকতা ছাড়াই বাংলো বরাদ্দ বাতিল করেছে।