/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/atal-bio_759.jpg)
Vajpayee admitted to AIIMS: রুটিন চেক আপের জন্যেই ভর্তি। ফাইল চিত্র
সোমবার সকালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে ভর্তি করা হয় অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS) হাসপাতালে। তবে এতে আশঙ্কার কোনো কারণ নেই। রুটিন চেকআপের কারণেই ডাক্তারি পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয় এই বর্ষীয়ান বিজেপি নেতাকে। আপাতত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্সের ডাঃ রনদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে থাকবেন তিনি। এখন অবধি তাঁর শারীরিক কোনো জটিলতার খবর পাওয়া যায় নি।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং বিজেপি নেতা অমিত শাহ সোমবার ৯৩ বছর বয়সী অটল বিহারী বাজপেয়ীকে দেখতে AIIMS এ যান।
অটল বিহারী বাজপেয়ী ১৯৯৮-২০০৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। গত বেশ কয়েক বছর ধরেই শারীরিক অক্ষমতার কারণে তিনি লোকচক্ষুর অন্তরালে কার্যত গৃহবন্দি হয়ে রয়েছেন।
Congress President Rahul Gandhi visited All India Institute of Medical Sciences (AIIMS) to meet former PM Atal Bihari Vajpayee, who is currently admitted there for a routine-check-up. pic.twitter.com/fiIECqbxJy
— ANI (@ANI) June 11, 2018