New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/04/ONGC.jpg)
প্রায় একমাস পর মুক্তি পেলেন ওএনজিসির কর্মী রেতুল সাইকিয়া। গত মাসের ২৩ তারিখ উলফা তাঁকে অপহরণ করেছিল। শনিবার সকালে নাগাল্যান্ডের মন জেলার লোঙ্গওয়ায় অসম পুলিশের বাহিনীর হাতে তুলে দেওয়া হয় সইকিয়াকে। এদিন সন্ধ্যায় নিজের বাড়ি জোরহাটে পৌঁছেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থার এই কর্মী।
Advertisment
শনিবার সকালে তাঁর মুক্তির পর টুইট করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি লেখেন, 'সাইকিয়াকে স্বাগত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ আমাদের পরামর্শদাতা হিসেবে কাজ করার জন্য। আশা করবো রাজ্যে সকলের সহযোগিতায় শান্তি ও উন্নয়ন স্থাপিত হবে।'