scorecardresearch

‘অভি তো সুরজ উগা হ্য়ায়’, কবিতা লিখে একুশকে স্বাগত মোদীর

প্রধানমন্ত্রীর কবিতাটি টুইটারে শেয়ার করেছে ভারত সরকার। পাশাপাশি টুইট করে ২০২১ সালের শুভেচ্ছাও জানিয়েছেন নমো।

মোদি, pm modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কবিতা লিখে নতুন বছরকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবিতার নাম ‘অভি তো সুরজ উগা হ্য়ায়’। প্রধানমন্ত্রীর কবিতাটি টুইটারে শেয়ার করেছে ভারত সরকার। পাশাপাশি টুইট করে ২০২১ সালের শুভেচ্ছাও জানিয়েছেন নমো।

ভারত সরকারের তরফে টুইট করে লেখা হয়েছে, ‘‘সকলকে প্রেরণা দিতে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা এই কবিতার সঙ্গে নতুন বছরের প্রথম দিন শুরু করা যাক’’।


নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে টুইটারে মোদী লিখেছেন, ‘‘নতুন বছরের শুভেচ্ছা। সুস্বাস্থ্য়, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই বছর…’’।

অন্য়দিকে, নতুন বছরের প্রথম দিন সকল দেশবাসীর জন্য বাড়ির প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দেশের ৬ রাজ্যে গ্লোবাল হাউসিং টেকনোলজি চ্যালেঞ্জের অধীনে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আগামী লক্ষ্যের কথা জানান তিনি। এই প্রকল্পের অধীনে খুব কম সময়ে উচ্চমানের-স্বাচ্ছন্দ্যের মধ্যে বাড়ি নির্মাণ করা হবে। গ্রামে ২ কোটি বাড়ি তৈরি হবে। দ্রুতগতিতে আরও বাড়ি তৈরির লক্ষ্য রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী জানিয়েছেন, “আমার বিশ্বাস প্রত্যেকের জন্য বাড়ির লক্ষ্য দ্রুত পূরণ হবে।”

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Abhi toh suraj uga hai pm modi pens motivating poem welcoming 2021