Advertisment

অর্থনীতি ভাবনায় দল থাকে না: নোবেলজয়ী অভিজিৎ

"আমার মনে হয় আমাদের পেশাদারিত্বকে নিয়ে প্রশ্ন করা ঠিক না। আমরা পেশাদার, নোবেলের মতো এই সম্মান কিন্তু অনেকটাই এই কারণেও"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক দিন আগেই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে করা পীযূষ গোয়েলের মন্তব্য নিয়ে বিপুল হইচই হয়েছিল। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়কে 'বামপন্থী মনোভাব ঘেঁষা' বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রি গোয়েল। এর প্রেক্ষিতে নোবেলজয়ী জানিয়েছেন তার পেশাদারিত্বকে প্রশ্ন করা হয়েছে। অর্থনীতি সম্পর্কে তাঁর ভাবনা নিরপেক্ষ বলেই জানিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

Advertisment

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আমার মনে হয় আমাদের পেশাদারিত্বকে নিয়ে প্রশ্ন করা ঠিক না। আমরা পেশাদার, নোবেলের মতো এই সম্মান কিন্তু অনেকটাই এই কারণেও"।

আরও পড়ুন, দরিদ্র অর্থনীতি- নোবেল লরিয়েটদের বই ও দারিদ্র্য দূরীকরণের নয়া দিগন্ত

কংগ্রেসকে দেওয়া অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের ন্যায় প্রকল্প নিয়েও সমালোচনা করেছেন মন্ত্রী গোয়েল। সেই প্রসঙ্গে অর্থনীতিবিদ জানিয়েছেন, বিজেপি-র পক্ষ থেকে তাঁর পরামর্শ চাওয়া হলেও তিনি একই প্রকল্পের কথা বলতেন।

"আমার ব্যক্তিজীবনে আমি পক্ষ নিতে পারি। কিন্তু অর্থনীতির ব্যাপারে আমি আদৌ পক্ষ নিই না। আমায় কেউ প্রশ্ন করলে আমি তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করিনা", জানিয়েছেন নোবেলজয়ী।

এর আগে নানা সরকারের সঙ্গে দারিদ্র্য দূরীকরণ নিয়ে কাজ করেছি আমি। নরেন্দ্র মোদীর অধীনে গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ"।

গত শুক্রবার ২০১৯ সালে অর্থনীতিতে নোবেলজয়ী প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “আমি নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনারা তো সবাই জানেন যে ওঁর চিন্তাভাবনা সম্পূর্ণই বামপন্থী মতাদর্শের। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের অনেক গুণগান করেছিলেন। সেই ভাবনা পরবর্তীকালে ভারতের জনগণই খারিজ করে দিয়েছেন।”

Abhijit Banerjee
Advertisment