চিড় ধরেনি তাঁর মনোবলে। ‘‘দেশে ফিরে ভাল লাগছে’’, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে পা রেখেই শুক্রবার রাতে একথা বলেছেন পাক সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তাঁর জন্য গত দু’দিন অপেক্ষায় প্রহর গুনেছেন অসংখ্য দেশবাসী। অবশেষে রাত সাড়ে ন’টা নাগাদ ওয়াঘা সীমান্ত পেরিয়ে জিরো লাইন ধরে দেশে ফিরেছেন অভিনন্দন।
অভিনন্দনের অসীম সাহসকে সম্মান জানিয়েছে প্রত্যেকেই। এবার বিশেষ পুরস্কারেও ভূষিত হবেন তিনি। অখিল ভারতীয় দিগম্বর জৈন মহাসমিতি উইং কমান্ডার অভিনন্দনের হাতে তুলে দেবে 'ভগবান মহাবীর অহিংসা পুরস্কার'। ২.৫১ লক্ষ টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি তাঁর হাতে তুলে দেওয়া হবে একটি স্মারকও।
আরও পড়ুন: পাইলট দেশে ফিরতেই জন্ম নিল অভিনন্দন
জানা গিয়েছে, আগামী ১৭ এপ্রিল মহাবীর জয়ন্তীর দিনে অভিনন্দন বর্তমানের হাতে তুলে দেওয়া হবে 'ভগবান মহাবীর অহিংসা পুরস্কার'। পাক সেনার প্রশ্নের মুখে অক্লেশে বলেছেন কোনো গোপন তথ্য তিনি দেবেন না। বারবার প্রশ্ন করলেও সেই উত্তরই দিয়েছেন ," আই অ্যাম নট সাপোজ টু টেল ইউ..."। শত্রুর সামনে পড়েও শিরদাঁড়া সোজা রেখেছিলেন, মাথা নত করেননি।
অভিনন্দনের সম্মানে রাজস্থানের আলওয়ার জেলার কৃষানগড়ের ভুটানি পরিবার তাদের পরিবারের সদ্যোজাত পুত্রের নাম রেখেছেন অভিনন্দন। অন্যদিকে রাজস্থানের আজমেরের নাগুর এলাকার এক দম্পতি তাঁদের সন্তানের নাম রাখেন মিরাজ।
আরও পড়ুন: দেশে ফিরতে কেন দেরি হল অভিনন্দনের?
উল্লেখ্য, অভিনন্দন বর্তমানকে মুক্তির সিদ্ধান্তের কথা বৃহস্পতিবার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শান্তি রক্ষার্থে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডারকে ছাড়া হচ্ছে বলে জানান ইমরান। একইসঙ্গে সমস্যা মেটাতে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার দুটি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে গুলি করে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। “কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক,” এই দাবিই পাকিস্তানের কাছে করে ভারত।
Read the full story in English