Advertisment

Abhishek Ghosalkar murder: খুনের ঘটনায় রাজনীতি করবেন না, শিবসেনা নেতা খুনে মুখ খুললেন ফড়নভিস

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিবসেনা (ইউবিটি) নেতা বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোসালকর মরিস নামে এক ব্যক্তির সঙ্গে ফেসবুক লাইভস্ট্রিম করছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra Deputy Chief Minister Devendra Fadnavis. (PTI Photo)

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। (পিটিআই ছবি)

'খুনের সঙ্গে রাজনীতিকে এক করা ঠিক নয়'। শিবসেনা নেতা খুনে বিবৃতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের। পাশাপাশি তিনি বলেছেন, "ব্যক্তিগত শত্রুতার কারণেই খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনা মহারাষ্ট্রের আইনশৃঙ্খলায় কোন প্রভাব ফেলবে না'।

খুনের ঘটনার তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

Advertisment

ফেসবুক লাইভ চলাকালীন গুলি করে খুন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার এক নেতাকে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের সময়েই গুলি করা হয়৷ মৃতের নাম অভিষেক ঘোষালকর। বৃহস্পতিবার মুম্বইতে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শিবসেনা নেতাকে গুলি করার পর আততায়ীও আত্মঘাতী হয়েছেন। অভিযুক্তের নাম মৌরিস নরোনহা। পুলিস সূত্রে জানা গিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। অভিষেকের বাবা বিনোদ ঘোশালকর প্রভাবশালী শিবসেনা নেতা। গুলিবিদ্ধ অবস্থায় অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

মহারাষ্ট্রে শুক্রবার সন্ধ্যায় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা নেতা অভিষেক ঘোষালকারকে গুলি করে খুন করা হয়। আততায়ীর নাম মৌরিস নরোনহা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাইভ স্ট্রিমিংয়ের পর অভিযুক্ত নিজেকেও গুলি করে। পুরো ঘটনাটি ঘটেছে ফেসবুক লাইভ চলাকালীন। অভিযুক্ত তার ফেসবুক আইডি থেকেই লাইভ করছিলেন। দুজনের মধ্যে আলোচনা শেষ হতেই মরিস তাকে সামনে থেকে গুলি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিবসেনা (ইউবিটি) নেতা বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোসালকর মরিস নামে এক ব্যক্তির সঙ্গে ফেসবুক লাইভস্ট্রিম করছিলেন। এর পর দুজনেই ইন্ট্রো দেন। মরিস তখন লাইভস্ট্রিম ছেড়ে ক্যামেরার পিছনে চলে যায়। লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিষেককে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। পরে তিনি নিজেকে লক্ষ্য করেও গুলি ছোঁড়েন।

এই ঘটনায় শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রাজ্যে নৈরাজ্য ছড়ানোর অভিযোগ করেছেন। রাউত মুম্বইয়ের গুলি চালানোর ঘটনার পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের পদত্যাগের দাবি করেছেন। গত সপ্তাহে ২ ফেব্রুয়ারি, এক বিজেপি বিধায়ক স্থানীয় শিবসেনা নেতাকে (শিন্দে গোষ্ঠী) থানায় গুলি করেছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।

shiv sena
Advertisment