'নিরপেক্ষ কেউ থাকলে ভাল হত', মধ্যস্থতা প্যানেলে রবিশঙ্করকে নিয়ে সংশয়

এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, নিরপেক্ষ কাউকে মধ্যস্থতায় নিযুক্ত করলে ভাল হত। এএনআইকে তিনি বলেছেন, "রবিশংকর একবার এও বলেছিলেন মুসলিমরা যদি অযোধ্যায় নিজেদের অধিকার দাবি করতে থাকে, তবে দেশটা সিরিয়া হয়ে যাবে"।

এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, নিরপেক্ষ কাউকে মধ্যস্থতায় নিযুক্ত করলে ভাল হত। এএনআইকে তিনি বলেছেন, "রবিশংকর একবার এও বলেছিলেন মুসলিমরা যদি অযোধ্যায় নিজেদের অধিকার দাবি করতে থাকে, তবে দেশটা সিরিয়া হয়ে যাবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
ayodhyacase

অযোধ্যা সমস্যা সুষ্ঠু ভাবে সমাধান করার জন্য একটি তিন সদস্যের প্যানেল নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট। মধ্যস্থতাকারী এই প্যানেলের শীর্ষে থাকছেন সুপ্রিম কোর্টের প্রাক্ত বিচারপতি এফ এম ইব্রাহিম কলিফুল্লা। এ ছাড়া ওই প্যানেলের অন্য় সদস্যরা হলেন আর্ট অফ লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবি শংকর এবং প্রবীণ আইনজীবী শ্রীরাম পঞ্চু।

Advertisment

উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এই প্রসঙ্গে বলেছন তিনি সুপ্রিম কোর্টের রায়কে প্রশ্ন করছেন না, কিন্তু ভক্তেরা চায় অবিলম্বে ওই জমিতে রাম মন্দির তৈরির কাজ শুরু করতে। তাঁর কথায়, "রামভক্তদের কেউ আর রাম মন্দির তইরির কাজে দেরি চায় না"।

এআইএমপিএলবি সদস্য এবং বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফারিয়াব সংবাদসংস্থা আণী-কে জিলানি জানিয়েছেন , "আমরা আগেই বলেছি, মধ্যস্থতায় সাহায্য করব আমরা, এখন থেকে আমাদের যা বলার মধ্যস্থতাকারী প্যানেলকেই বলব"।

Advertisment

আরও পড়ুন, অযোধ্যা মধ্যস্থতায় শ্রী শ্রী রবিশংকরের ব্যর্থ প্রচেষ্টার ইতিহাস

এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসি জানিয়েছেন, নিরপেক্ষ কাউকে মধ্যস্থতায় নিযুক্ত করলে ভাল হত। এই প্রসঙ্গে এএনআইকে তিনি বলেছেন, "শ্রী শ্রী রবিশংকর একবার এও বলেছিলেন মুসলিমরা যদি অযোধ্যায় নিজেদের অধিকার দাবি করতে থাকে, তবে দেশটা সিরিয়া হয়ে যাবে"।

বহুজন সমাজবাদী দলের প্রধান অবশ্য টুইট করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী অবশ্য বললেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। যদিও জানিয়ে দিলেন, "হিন্দু হিসেবে তিনি চান রাম জন্মভূমিতে তিনি রামের মন্দিরই চান"।

মধ্যস্থতা প্যানেলের নেতৃত্বে থাকা  বিচারপতি এফএম ইব্রাহিম কলিফুল্লা জানিয়েছেন অযোধ্যা সমস্যার যথাসম্ভব সুষ্ঠু ভাবে সমাধানের চেষ্টা করা হবে।

Read the full story in English

Babri Mosque Ayodhya