পড়ুযাদের পা ধরে ক্ষমা চাইছেন খোদ শিক্ষক! এমন ‘নির্লজ্জ’ ঘটনারই ছবি উঠে এসেছে মান্দসৌরের একটি সরকারি কলেজ থেকে। আর এ ঘটনায় নাম জড়িয়েছে এবিভিপি-র। ‘বন্দে মাতরম’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে ওই অধ্যাপক বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেজন্য অধ্যাপককে ‘দেশদ্রোহী’ তকমা দেন এবিভিপি সদস্যরা। আর এরপরই ওই অধ্যাপক তাঁদের পা ধরে ক্ষমা চান। যে ভিডিও সামনে আসতেই শোরগোল পড়েছে।
এ ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে যে, দীনেশ গুপ্ত নামের ওই অধ্যাপক ক্লাস নিচ্ছিলেন। সেসময় মান্দসৌরের ওই সরকারি কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন এবিভিপি সদস্যরা। স্লোগান দিতে দিতে তাঁরা অধ্যক্ষের ঘরের দিকে যাচ্ছিলেন বলে খবর। বিজ্ঞান বিভাগের চতুর্থ সেমেস্টারের ফল দেরি করে ঘোষণা করা নিয়ে ওই স্মারকলিপি বলে জানা গিয়েছে। স্লোগান দিতে এবিভিপি সদস্যদের বারণ করেন অধ্যাপক। স্লোগানের ফলে ক্লাস নিতে সমস্যা হওয়ায় তা বন্ধ করতে বলেন বিক্ষোভকারীদের। এরপরই নাকি ওই অধ্যাপককে ‘দেশদ্রোহী’ তকমা দেন তাঁরা। আর তারপরই অপমানে, গ্লানিতে পা ধরে ক্ষমা চাইতে যান ওই অধ্যাপক।
আরও পড়ুন, প্রাক্তন প্রেমিকের ধর্ম বিশ্বাসে আঘাত হানার চেষ্টা, জেল লন্ডনবাসিনীর
src="https://www.youtube.com/embed/xXhVfboLr1U" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
অন্যদিকে বুধবার এ ঘটনার পরই তিনদিনের ছুটিতে গিয়েছেন ওই অধ্যাপক। এ ঘটনা প্রসঙ্গে মান্দসৌরের বিধায়ক যশপাল সিসোদিয়া বলেছেন যে, ঘটনাটা এতটাও বড় না যেভাবে দেখানো হচ্ছে। বিজেপি বিধায়কের আরও দাবি, পড়ুয়ারা তাঁদের পায়ে ধরে ক্ষমা চাওয়ার কথা অধ্যাপককে বলেননি। অধ্যাপক নিজেই তা করেছেন।