Advertisment

কোচি নৌসেনা ঘাঁটিতে দুর্ঘটনা, মৃত দুই

সংবাদ সংস্থা পিটিআই-কে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, যাতায়াতের পথে হঠাৎ খুলে পড়ে হ্যাঙ্গারটি। আর এর আঘাতেই দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবীন (ইএএ৩) এবং অজিত সিং (ইএএআর৩) অ্যাভিয়েশন ইলেক্ট্রিক্যাল শাখার কর্মী। প্রতীকী ছবি।

কোচির গারুদা নৌসেনা ঘাঁটিতে দুই কর্মীর মৃত্যু হল বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র এই খবর জানিয়েছেন। জানা যাচ্ছে, নৌসেনার দুই কর্মীর উপর এয়ার স্কোয়াড্রন ৩২২-এর একাংশ ভেঙে পড়ে এবং এরফলে আহত হন নবীন ও অজিত সিং। আহত নৌসেনাকর্মীদের তৎক্ষণাৎ দক্ষিণ নৌসেনার সদর দফতরে আইএনএইচএস সঞ্জীবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকাল ৯টা ৪০ মিনিটে। এরপর সেখানেই মৃত্যু হয় দুই সেনাকর্মীর। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Advertisment

সংবাদ সংস্থা পিটিআই-কে প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, যাতায়াতের পথে হঠাৎ খুলে পড়ে হ্যাঙ্গারটি। আর এর আঘাতেই দুই সেনাকর্মীর মৃত্যু হয়েছে।  জানা যাচ্ছে, নবীন (ইএএ৩) এবং অজিত সিং (ইএএআর৩) অ্যাভিয়েশন ইলেক্ট্রিক্যাল শাখার কর্মী।

আরও পড়ুন- আইসিস সন্ত্রাসবাদী যোগে ধৃতদের মধ্যে ঝালাইওয়ালা, অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র

২০০৮ সালে নৌসেনায় যোগ দেওয়া নবীন হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা। তাঁর পরিবারে স্ত্রী ও দুই বছরের কন্যা রয়েছে। অন্যদিকে, অজিত সিং রাজস্থানের ভারতপুর জেলার বাসিন্দা। ২০০৯ সালে তিনি বাহিনীতে যোগ দিয়েছিলেন। অজিত সিং-এর পরিবারে স্ত্রী এবং পাঁচ বছরের এক পুত্র রয়েছে।

Read the full story in English

Indian army
Advertisment