Advertisment

১৯টি পন্যের ওপর আমদানি শুল্ক বাড়ালো কেন্দ্র, দেখুন তালিকাটি

বুধবার একাধিক পণ্যের ভারতীয় মুদ্রায় আমদানি শুল্ক বাড়ালো কেন্দ্রীয় সরকার। এই ১৯টি পণ্যের তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি-সহ আরও বেশ কয়েকটি পণ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বুধবার একাধিক পণ্যের ওপর ভারতীয় মুদ্রায় আমদানি শুল্ক বাড়ালো কেন্দ্রীয় সরকার। এই ১৯টি পণ্যের তালিকায় রয়েছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, বিমানের জ্বালানি-সহ আরও বেশ কয়েকটি পণ্য। সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারর তরফে। বলা হয়েছে ২০১৭-২০১৮ অর্থবর্ষে এই পণ্যগুলির আমদানি করতে ৮৬,০০০ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা গিয়েছে অর্থমন্ত্রক সূত্রে। মূলত চলতি অর্থবর্ষে ওই ঘাটতি কমাতে এবং নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি আটকাতেই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই বিবৃতিতে বলা হয়েছে, ২৬ সেপ্টেম্বর মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে বর্ধিত শুল্কের হার। ১৪ সেপ্টেম্বরে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমদানির দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একদিকে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপন্যের দাম, এবার সেই তালিকায় যোগ হতে চলেছে গৃহস্থালিতে ব্যবহৃত একাধিক দ্রব্য।

Advertisment

কোন কোন জিনিসের ওপর বাড়ানো হল আমদানি শুল্ক, দেখুন তালিকাটি

১০ শতাংশ থেকে ২০ শতাংশ 
এয়ার কন্ডিশন মেশিন
১০ কেজির কম ক্যাটাগরির ওয়াসিং মেশিন
গৃহস্থালির কাজে ব্যবহৃত ফ্রিজ

৭.৫ শতাংশ থেকে বেড়েছে ১০ শতাংশ 
ফ্রিজ এবং এয়ার কন্ডিশনারের কম্প্রেসর।

১০ শতাংশ থেকে বেড়েছে ১৫ শতাংশ
অডিও স্পিকার
গাড়ির রেডিয়াল টায়ার
টেবিলে রাখার সামগ্রী, রান্নাঘরে রাখার জিনিসপত্র এবং অন্যান্য প্লাস্টিকজাত সরঞ্জাম, যেমন প্লাস্টিকের তৈরি টিফিন বক্স, বিভিন্ন কেস, বোতল, কনটেনর
অফিসের স্টেশনারি
আসবাবপত্র
সাজানোর মোড়ক, ব্যাঙ্গল, মূর্তি,
ট্রাঙ্ক, স্যুটকেস, ব্রিফকেস, ট্রাভেল ব্য়াগ, ও অন্যান্য ব্যাগ
স্নানের সামগ্রী, প্লাস্টিক বেসিনের সরঞ্জাম

৫ শতাংশ থেকে বেড়েছে ৭.৫ শতাংশ

হীরে (কাটা এবং পালিশ করা হীরে )
অর্ধ প্রক্রিয়াজাত হীরে (Semi-processed diamonds)
কৃত্রিম হীরে (Lab-grown diamonds)
পালিশ করা এবং কাটা মসৃণ গ্রহরত্ন

১৫ শতাংশ থেকে বেড়েছে ২০ শতাংশ
গহনা তৈরির সরঞ্জাম, নকল সোনার গয়না, রূপোর জিনিসপত্র, যে কোনও মূল্যবান ধাতুর গহনা

২০ শতাংশ থেকে বেড়েছে ২৫ শতাংশ
বিদেশি সংস্থা প্রস্তুত জুতো, তবে এ ক্ষেত্রে জুতোর অপসারণযোগ্য কোনও অংশ আলাদা করে এই আওতায় পড়বে না।

Advertisment