Advertisment

বিজ্ঞাপন বিতর্ক: গুজরাতে তানিশকের শোরুমে হানা হিন্দুত্ববাদী সমর্থকদের, কর্মীদের 'গালিগালাজ'

গয়নার দোকানের গেটে পোস্টার লাগানোরও অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, সমগ্র কচ্ছ জেলা হিন্দু সমাজের কাছে ওই বিজ্ঞাপনের জন্য় ক্ষমাপ্রার্থী তানিশক।

author-image
IE Bangla Web Desk
New Update
tanishq, তানিশক

সেই পোস্টার।

গয়না প্রস্তুতকারক সংস্থা তানিশকের ধর্মীয় ঐক্য়ের বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তুঙ্গে। গুজরাতে হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়ল সংস্থার শোরুম। কচ্ছ জেলার গান্ধীধাম শহরে তানিশকের শোরুমের কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে হিন্দুত্ববাদী সমর্থকদের বিরুদ্ধে। পাশাপাশি গয়নার দোকানের গেটে পোস্টার লাগানোরও অভিযোগ উঠেছে। ওই পোস্টারে লেখা হয়েছে, সমগ্র কচ্ছ জেলা হিন্দু সমাজের কাছে ওই বিজ্ঞাপনের জন্য় ক্ষমাপ্রার্থী তানিশক।

Advertisment

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক গান্ধীধাম এলাকায় তানিশকের শোরুমের এক কর্মী দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ''প্রায় ১২০ জনের একটি জমায়েত হয় শোরুমের সামনে। তাঁদের মধ্য়ে ৬-৭ জন জোর করে শোরুমের মধ্য়ে ঢুকে কর্মীদের গালিগালাজ করেন। তাঁরা বলেন যে, তাঁরা হিন্দু এবং এ ধরনের বিজ্ঞাপন বরদাস্ত করবেন না। আমরা ওঁদের বোঝাই যে, বিজ্ঞাপনটি আমাদের গয়নার প্রচার হিসেবে করা হয়েছিল, অন্য় কিছুর জন্য় নয়...আমরাও বলি যে, আমরা হিন্দু। কিন্তু আমাদের কথায় কোনও কর্ণপাত করেননি। কয়েকজন শোরুমের দরজায় পোস্টার লাগিয়ে সেলফি তোলেন। তারপর তাঁরা চলে যান''।

গুজরাতি ভাষায় হাতে লেখা পোস্টারে বলা হয়েছে, ''তানিশকের বিজ্ঞাপনটি যেভাবে তুলে ধরা হয়েছে, তা লজ্জাজনক। গান্ধীধাম তানিশক ক্ষমা চাইছে সমগ্র কচ্ছ জেলা হিন্দু সমাজের কাছে''। শোরুমের এক সিনিয়র কর্মী জানিয়েছেন, এ ঘটনাটি সম্পর্কে তাঁরা পুলিশকে জানাননি এখনও। এক কর্মীর কথায়, ''জানি না, কারা ওঁরা। আমরা কোনও বিতর্ক চাই না। এখনও পুলিশকে কিছু জানাইনি। আমাদের অনেক ক্রেতা ফোন করে বিজ্ঞাপনটি নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের রোজকার ব্য়বসা ধাক্কা খেয়েছে''।

আরও পড়ুন: মুসলিম পরিবারে হিন্দু রীতিতে সাধভক্ষণ! বয়কটের মুখে বিজ্ঞাপন সরাল তানিশক

কী ছিল বিজ্ঞাপনটি?

বিজ্ঞাপনে দেখানো হয়েছে, মুসলিম পরিবারে বিয়ে হয়ে আসা এক হিন্দু মহিলা গর্ভবতী। তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে সাজ সাজ রব। হাত ধরে তাঁকে অনুষ্ঠানে নিয়ে আসছেন শাশুড়ি মা। মুসলিম পরিবারে সাধভক্ষণের অনুষ্ঠানে হিন্দু রীতি দেখে চমকে উঠে পুত্রবধূ শাশুড়ির উদ্দেশে বললেন, ”আপনাদের তো এসব রীতি নেই!” বৌমার কথায় শাশুড়ি বললেন, ”মেয়েকে খুশি করার রীতি সব জায়গাতেই রয়েছে”।

এই ভিডিও সামনে আসার পরই গর্জে ওঠেন এক শ্রেণির নেটাগরিক। তাঁদের অভিযোগ, আদতে এই বিজ্ঞাপনের মাধ্য়মে লভ জিহাদের তত্ত্ব প্রচার করা হচ্ছে। তারপরই নেট দুনিয়ায় ওই ব্র্য়ান্ডকে বয়কট করার ডাক ওঠে। তীব্র সমালোচনার জেরে শেষমেশ বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সংস্থা। এ প্রসঙ্গে সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অনিচ্ছাকৃতভাবে সংবেদনশীল অনুভূতি নিয়ে এমন কাজ করায় আমরা দুঃখিত। আমাদের কর্মী, স্টোর স্টাফ ও অংশীদারীদের ভাবাবেগে আঘাত হানতে পারে, এদিকটি মাথায় রেখে ভিডিওটি সরিয়ে নেওয়া হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment