Advertisment

দেশের সংবাদ জগতে ফের বড় থাবা আদানিদের, NDTV-র পর এবার কী?

এবার একটি সংবাদসংস্থার সিংহভাগ শেয়ার কিনল আদানি শিল্পগোষ্ঠী।

author-image
IE Bangla Web Desk
New Update
Adani acquires majority stake in IANS news agency , আদানি মিডিয়া কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড আইএএনএস-এর বেশিরভাগশেয়ার কিনে নিল

'আদানি মামলায় সেবিকে খোঁচা!

এনডিটিভি-র পর আরও একটি সংবাদসংস্থার সিংহভাগ শেয়ার কিনল আদানি শিল্পগোষ্ঠী। এবার আইএএনএস-এর ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে আদানি মিডিয়া কোম্পানি তথা এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড। অর্থাৎ আইএএনএস-এর দখল এখন কার্যত দেশের অন্যতম বৃহৎ ও বিতর্কিত শিল্পগোষ্ঠীর দখলে।

Advertisment

রেগুলেটরি ফাইলিংয়ে এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। এখন থেকে আইএএনএস-এর সমস্ত অপারেশনাল ও ম্যানেজমেন্ট কন্ট্রোল তথা পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। এখন থেকে আইএএনএস হল আদানির মিডিয়া কোম্পানির একটি সাবসিডিয়ারি। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা।

আইএএনএস হল পিটিআই বা এএনআইয়ের মতই একটি নিউজ এজেন্সি। এই নিউজ এজেন্সির দফতর নয়াদিল্লিতে। আদানি গোষ্ঠী মিডিয়ায় ব্যবসায় নামে গত বছর। তারা প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম কিনে নেয়। তার পর গত বছর ডিসেম্বর মাসে কেনে এনডিটিভির ৬৫ শতাংশ শেয়ার।

গৌতম আদানি 1988 সালে একটি পণ্য ব্যবসায়ী হিসাবে আদানি গোষ্ঠী শুরু করেছিলেন। ১৩টি বন্দর এবং ৮টি বিমানবন্দর সহ পরিকাঠামোর ক্ষেত্রে ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা হয়ে উঠছে আদানিরা। বছরের পর বছর ধরে কয়লা, শক্তি সরবরাহ, ডেটা সেন্টার, সম্প্রতি সিমেন্ট এবং তামা উৎপাদনে মনোনিবেশ করেছে এই ব্যবসায়ী গোষ্ঠী। পাশাপাশি ফাইভ জি টেলিকম স্পেকট্রাম স্থাপণেও সাম্রাজ্য বিস্তার করছে আদানি গোষ্ঠী।

Adani Goutam Adani
Advertisment