scorecardresearch

হিন্ডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগে SEBI–কে বড় নির্দেশ শীর্ষ আদালতের  

শীর্ষ আদালতের বড় সিদ্ধান্ত।

adani,sebi

আদানি ইস্যু তদন্তের জন্য SEBI আরও তিন মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টে করা অভিযোগের তদন্তের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে (সেবি) আরও তিন মাসের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার মামলার শুনানি চলাকালে তদন্তের জন্য অতিরিক্ত তিন মাস সময় দেওয়ার সিদ্ধান্তলে মঞ্জুর করেছেন আদালত। হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতে সেবিকে ১৪ই আগস্ট পর্যন্ত আরও তিন মাস সময় দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত ছয় মাস সময় চেয়েছিল সেবি।

সম্প্রতি সেবি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিপোর্টের ভিত্তিতে আরও ৬ মাস ইতিরিক্ত সময় চায়। সেক্ষেত্রে সেবির তরফে যুক্তি দেওয়া হয়েছিল সংস্থার লেনদেন পদ্ধতি অত্যন্ত জটিল তা তদন্তের জন্য আরও বাড়তি সময়ের প্রয়োজন। এই মামলার এর পরবর্তী শুনানি হবে জুলাই মাসে। চলতি বছরের গোড়ায় আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ সম্পর্কে বিতর্কিত প্রতিবেদন আলোড়ন ফেল দেয় দেশ জুড়ে। পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতে মুখ থুবড়ে পরে আদানির শেয়ার। সংসদেও বিষয়টি নিয়ে তুমুল সোচ্চার হয় বিরোধী শিবির।

আদানি গ্রুপ এবং হিন্ডেনবার্গ মামলার শুনানি শেষে আজ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, ১৭ মে তার রায় দেওয়ার সময়, সেবি-কে ১৪ অগাস্টের মধ্যে এই বিষয়ে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে তদন্তের জন্য SEBI সুপ্রিম কোর্টের কাছে ৬ মাসের অতিরিক্ত সময় চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেবিকে ১৪ ই আগস্ট-এর মধ্যেই তদন্ত শেষের নির্দেশ দিয়েছে। হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারসাজির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ সামনে আনে। যা আদানি গ্রুপ অস্বীকার করেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Adani hindenburg row supreme court grants three months extension to sebi for probe report to be submitted on august 14