আদানির সঙ্গেই তার মূল বিনিয়োগকারী ইলারা, আদানির প্রতিরক্ষা সংস্থায় অন্যতম মালিক। ইলারা শুধুমাত্র আদানির সংস্থার অন্যতম বিনিয়োগকারীই নয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তে উঠে এসেছে, আদানি গোষ্ঠীর পাশাপাশি এই ইলারাও বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিরক্ষা সংস্থা আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (এডিটিপিএল)-এরও অন্যতম প্রবর্তক সংস্থা।
ইলারা ইন্ডিয়া অপরচুনিটিস ফান্ড (ইলারা আইওএফ), ইলারা ক্যাপিটাল দ্বারা পরিচালিত একটি ভেঞ্চার ক্যাপিটাল তহবিল। মরিশাসে নিবন্ধিত এই সংস্থা আদানি গ্রুপ কোম্পানির মূল চার শেয়ার হোল্ডারের অন্যতম। এমনকী, গত তিন বছরে এর শেয়ার উল্লেখযোগ্যভাবে কমার পরেও, তিনটি আদানি কোম্পানিতে এর হোল্ডিং ২০২২ সালের ৩১ ডিসেম্বরের হিসেব অনুযায়ী ৯,০০০ কোটি টাকা বা মোট বিনিয়োগের ৯৬ শতাংশেরও বেশি।
প্রতিরক্ষা সংস্থা আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (এডিটিপিএল) ২০০৩ সালে ইসরো এবং ডিআরডিওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। শুধু তাই নয়, ২০২০ সালে এই সংস্থা প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৫৯০ কোটি টাকার চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী, পুরোনো হয়ে যাওয়া পেচোরা ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেমকে আপগ্রেড এবং ডিজিটালাইজ করতে সাহায্য করবে এডিটিপিএল। এই সংস্থার ২৬ শতাংশ শেয়ার রয়েছে আদানি ডিফেন্স সিস্টেমস অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের হাতে। কিন্তু, বাস্তবটা হচ্ছে আদানি আর ইলারা মিলে বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা এডিটিপিএলের ৫১.৬৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক।
আরও পড়ুন- মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাংকের পতন: কতটা সুরক্ষিত ভারতীয় ব্যাংকগুলো?
নথি বলছে, ইলারা ঘুরিয়ে পেঁচিয়ে আদানিদের প্রতিরক্ষা সংস্থার অন্যতম মালিক। আদানি গ্রুপের তিনটি সংস্থায় তাদের ৯,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ আছে। এই আদানি গ্রুপই আদানি ডিফেন্স কোম্পানির ২৬ শতাংশ শেয়ারের মালিক। নতুন নয়। সেটা ২০১৮ সালের ১৩ ডিসেম্বর থেকে। আর ইলারা আইওএফের ৪৩.৩ শতাংশ শেয়ার আছে ভাসাকা প্রোমোটারস অ্যান্ড ডেভলপারসে। সেটা ২০১৮ সালের ৫ নভেম্বর থেকে।
এই ভাসাকা প্রোমোটারস অ্যান্ড ডেভলপারস ২০২২ সালের ৩১ মার্চ থেকে বেঙ্গালুরুর আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (এডিটিপিএল)-এর ৫৬.৭ শতাংশ শেয়ারের মালিক। পাশাপাশি, ইলারা ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে এডিটিপিএলের ০.৫৩ শতাংশ শেয়ারের মালিক। যার অর্থ হল, ইলারার একাধিক সংস্থা প্রতিরক্ষা কোম্পানি এডিটিপিএলের অন্যতম মালিক।