scorecardresearch

RBI-SEBI কে চিঠি জয়রাম রমেশের, হিন্ডেনবার্গ রিপোর্ট খতিয়ে দেখার অনুরোধ

সংসদের বাজেট অধিবেশন স্থগিত হওয়ার পরেও, কংগ্রেস আদানি বিতর্কে সরকারকে কোনঠাসা করার চেষ্টা জারি রেখেছে।

Adani Group, congress

আরবিআই এবং সেবিকে হিন্ডেনবার্গ রিপোর্টের তদন্তের অনুরোধ। চিঠি লিখে মতামত জানালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সংসদের বাজেট অধিবেশন স্থগিত হওয়ার পরেও, কংগ্রেস আদানি বিতর্কে সরকারকে কোনঠাসা করার চেষ্টা জারি রেখেছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) চেয়ারপার্সনকে লেখা এক চিঠিতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের অভিযোগের তদন্তের দাবি জানান হয়েছে। পাশাপাশি জয়রাম রমেশও প্রশ্ন তোলেন কেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) আদানি গ্রুপের ইক্যুইটি বিপুল পরিমাণে কিনেছে।

হিন্ডেনবার্গ রিপোর্ট আদানি গ্রুপের দ্বারা স্টক ম্যানিপুলেশন এবং জালিয়াতির অভিযোগ করেছে। এর পর আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। আদানি গোষ্ঠী সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং হিন্ডেনবার্গকে “অনৈতিক শর্ট সেলার” বলে অভিযুক্ত করেছে। আদানি গ্রুপ হিন্ডেনবার্গ রিপোর্টকে “মিথ্যা” বলে অভিহিত করেছে।

এই সপ্তাহের শুরুতে শেষ হওয়া সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বের সময়, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী সাংসদরা আদানি গ্রুপের বিতর্কের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) বা সুপ্রিম কোর্ট-তত্ত্বাবধানে তদন্তের দাবিতে উভয় কক্ষে কার্যক্রম স্থগিত করে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Adani row