এশিয়ার সেরা ছয়ে সেরাম একজিকিউটিভ আদর পুনাওয়ালা

অতিমারী ঠেকাতে তাঁর অগ্রগণ্য ভূমিকার জন্যই এই সাফল্য বলে জানানো হয়েছে।

অতিমারী ঠেকাতে তাঁর অগ্রগণ্য ভূমিকার জন্যই এই সাফল্য বলে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সেরাম কর্তার বিরাট সাফল্য। বিশ্বের সেরা ছ'য়ে ব্যক্তিত্বের মধ্যে অন্যতম সেরাম ইন্সটিটিউটের একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। জনপ্রিয়তার নিরিখে এশিয়ার মধ্যে সেরাদের নাম প্রকাশ করছে সিঙ্গাপুরের একটি দৈনিক। সেই তালিকাতেই রয়েছেন পুনাওয়ালা। অতিমারী ঠেকাতে তাঁর অগ্রগণ্য ভূমিকার জন্যই এই সাফল্য বলে জানানো হয়েছে।

Advertisment

'এশিয়ান অফ দ্য ইয়ার'এর সেরা পাঁচের প্রথমেই জায়গা পেয়েছেন, সার্স-২ ভাইরা জিনের গঠন প্রকাশ্যে আনা গবেষক ঝ্যাং ইয়েংঝেং, তালিকায় দ্বিতীয় চিনের মেজর জেনারেল চেং ওয়েই রয়েছেন, জাপানের চিকিৎসক মোরিশিতা ও সিঙ্গাপুরের গবেষক ইয়ং রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী জুং জিন রয়েছেন পঞ্চম স্থানে। করোনা ভাইরাস রোখার চেষ্টার এদের ভূমিকা অনস্বীকার্য বলে জানানো হয়েছে।

ভারত তো বটেই বিশ্বের বাজারেও অন্যতম ভ্যাকসিন নির্মাতা সংস্থা হল সেরাম ইন্সটিটিউট। অক্সফোর্ডের সঙ্গে চুক্তি করেই ভারতের বাজারে করোনা টিকা কোভিশিল্ড তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই যার ট্রায়াল চলছে। ভারতে যেসব সংস্থা করোনা টিকা তৈরি করছে তার মধ্যে এগিয়ে রয়েছে সেরামের কোভিশিল্ড।

Advertisment

সাঘারণের নাগালে যাতে করোনা টিকা থাকে তার জন্যও সেরাম বদ্ধপরিকর বলে জানানো হয়েছে। সেরাম ইন্সটিটিউটের একজিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা জানিয়েছেন, কোভিশিল্জ শুধু ভারতেই নয়, পিছিয়ে পড়া দেশকেও তা দেওয়া হবে। প্রতি বছর প্রায় ১০০ কোটি ডোজ টিকা সেরাম তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে এখনই প্রায় ৪ কোটি ডোজ তৈরি হয়ে গিয়েছে বলে দাবি করেছেন পুনাওয়ালা।

উল্লেখ্য ২০০১ সালে থেকে সেরাম ইন্সটিটিউটের এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব সামলাচ্ছেন আদর পুনাওয়ালা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news