Advertisment

নতুন ২০ টাকার নোট আনছে আরবিআই

এবার নয়া নোটের তালিকায় জায়গা করে নিচ্ছে ২০ টাকার নোটও। খুব শীঘ্রই নতুন ২০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
rbi, আরবিআই

খুব শীঘ্রই নতুন ২০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ক’দিন বাদেই বিদায় নেবে ২০১৮ সাল। ক্যালেন্ডারে জায়গা করে নেবে নতুন বছর। তাই পুরনো নোট আর নয়, এবার ঝকঝকে নতুন নোট হাতে মিলবে। এতদিন ১০, ৫০, ১০০, ৫০০ কিংবা ২০০ ও ২ হাজার টাকার নতুন নোট আপনার পকেটে ঢুকেছে। এবার নয়া নোটের তালিকায় জায়গা করে নিচ্ছে ২০ টাকার নোটও। খুব শীঘ্রই নতুন ২০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাঙ্ক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

Advertisment

কেমন হবে নতুন ২০ টাকার নোট? বিশদে জানা না গেলেও, সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, পুরনো নোটে যেসব ফিচার ছিল, সেগুলিই থাকছে মূলত। উল্লেখ্য, ইতিমধ্যেই ১০, ৫০, ১০০, ৫০০ টাকার নতুন নোট বাজারে এনেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। সেইসঙ্গে নতুন ২০০ ও ২ হাজার নোট চালু করেছে আরবিআই। নোট বাতিলের পর থেকেই ধীরে ধীরে বাজারে নতুন কড়কড়ে নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রত্যেকটি নোটেরই আকার ও নকশা বিভিন্ন রকম।

আরও পড়ুন, বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েন প্রকাশ কেন্দ্রের

আরবিআই সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ৪.৯২ বিলিয়ন ২০ টাকার নোট চালু করা হয়েছিল। ২০১৮ সালের মার্চে সেই সংখ্যাটা দাঁড়ায় ১০ বিলিয়ন।

অন্যদিকে, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ৯৪তম জন্মজয়ন্তীতে ১০০ টাকার স্মারক মুদ্রা চালু করল কেন্দ্রীয় সরকার। সোমবার বাজপেয়ীর স্মৃতিতে ১০০ টাকার কয়েনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ১০০ টাকার কয়েনটি ওজনে ৩৫ গ্রাম। একপিঠে হিন্দি ও ইংরেজিতে বাজপেয়ীর নাম খোদিত রয়েছে। বসানো রয়েছে তাঁর ছবিও। যার নীচে তাঁর জীবনকাল, ১৯২৪ থেকে ২০১৮ সালের উল্লেখ রয়েছে। উল্টো পিঠে রয়েছে অশোক স্তম্ভ। তার নীচে হিন্দিতে লেখা রয়েছে ‘সত্যমেব জয়তে’।

RBI
Advertisment