Advertisment

লকডাউনে এবার বনজ উৎপাদন ও ব্যাঙ্কিং ক্ষেত্রে ছাড় ঘোষণা

''কেন্দ্র ও রাজ্য়ের মধ্য়ে নিয়মিত আলোচনা চলছে। রাজ্য়ের কথা শুনে ও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তাব মেনে সময়ের সঙ্গে নতুন নতুন ছাড় ঘোষণা করা হচ্ছে''।

author-image
IE Bangla Web Desk
New Update
india lockdown, ভারতে লকডাউন, লকডাউন, লকডাউনে ছাড় ঘোষণা, লকডাউনে ছাড়ের তালিকা, india lockdown extension, coronavirus lockdown extension, covid 19, lockdown relaxations, coronavirus news, করোনাভাইরাস, latest news

প্রতীকী ছবি।

করোনা মোকাবিলায় দ্বিতীয় দফার লকডাউনে নতুন করে আরও একাধিক ক্ষেত্রে ছাড় দিল মোদী সরকার। কৃষি, ব্য়াঙ্কিং ও গ্রামীণ নির্মাণ কাজে ছাড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার। উল্লেখ্য়, করোনা মোকাবিলায় ৩ মে পর্যন্ত দেশে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ১৫ এপ্রিল লকডাউন নিয়ে গাইডলাইন প্রকাশ করা হয়। যেখানে একাধিক ক্ষেত্রে ছাড়ের কথা বলা হয়েছে। এরপর ১৬ এপ্রিল ছাড়ের তালিকায় সংসোজন করা হয়। সেই ছাড়ের তালিকা আরও বড় করা হল।

Advertisment

জানা যাচ্ছে, দ্বিতীয় দফার লকডাউনে বনজ উৎপাদনের কাজে ছাড় দেওয়া হয়েছে। বাঁশ, কোকোয়া, নারকেল, সুপারি বাদামের বীজ বপন, শস্য় সংগ্রহ, প্য়াকেজিং ও বিক্রিতে ছাড় দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ১৫ এপ্রিলের গাইডলাইনে গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রের বিরাট অংশে ছাড় দেওয়া হয়েছিল। তবে বনজ উৎপাদনে ছাড় দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল না।

আরও পড়ুন: লকডাউনে আরও একগুচ্ছ বিষয় ছাড় ঘোষণা কেন্দ্রের

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ''কেন্দ্র ও রাজ্য়ের মধ্য়ে নিয়মিত আলোচনা চলছে। রাজ্য়ের কথা শুনে ও কেন্দ্রীয় মন্ত্রীদের প্রস্তাব মেনে সময়ের সঙ্গে নতুন নতুন ছাড় ঘোষণা করা হচ্ছে। আমরা আশা করছি, ছাড়ের তালিকায় নতুন করে যেসব সংযোজন করা হয়েছে, তাতে উপজাতি এলাকার মানুষ উপকৃত হবেন''।

গ্রামাঞ্চলে নির্মাণ কাজে কিছু ছাড় দেওয়া হয়েছে। জল সরবরাহ, স্য়ানিটেশন, বিদ্য়ুতের লাইন পাতার কাজ, কেবলের লাইন পাতার কাজ, টেলিকম সংস্থার অপটিক্য়াল ফাইবার পাতার কাজে ছাড় দেওয়া হয়েছে।

অন্য়দিকে, ব্য়াঙ্কিং ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে। নন-ব্য়াঙ্কিং ফিনান্স কর্পোরেশন(এনবিএফসি), মাইক্রো ফিনান্স সংস্থাগুলিতে কম সংখ্য়ক কর্মী নিয়ে কাজের ছাডপত্র দেওয়া হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment