Advertisment

বাংলায় তৃণমূল-বিজেপি জোট সরকার? এ কী কথা বললেন অধীর চৌধুরী

কাকে সিএএ আর কাকে এনআরসি বলে আপনারা জানেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
Politicians tested Covid-19 positive in India, Corona India, Adhir Chowdhury, Prime Minister, Bengal poll 2021

ষষ্ঠ দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ দিলেন অধীর চৌধুরী। সিএএ আর এনআরসি নিয়ে ভার্চুয়াল বিতর্কের আমন্ত্রন জানিয়ে প্রদেশ সভাপতির প্রশ্ন, ‘সংসদে সিএ আইনের বিরধিতায় ভোট দেয়নি ভাইপোরা, হ্যাঁ কি না? কাকে সিএএ আর কাকে এনআরসি বলে আপনারা জানেন না। একটা চ্যালেঞ্জ দিদিভাই ভার্চুয়াল মাধ্যমে আমার সঙ্গে বিতর্ক হোক আপনার। যদি আমার সব প্রশ্নের উত্তর দেন, আমাদের আর কোনও প্রার্থীর হয়ে ভোট চাইব না। চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আছে অগ্নিকন্যা? আপনি ভিরু, হিম্মত নেই, আমি তৈরি।‘

Advertisment

এদিন বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন শলার অভিযোগ সেই ফেসবুক পোস্টে তুলেছেন অধীর চৌধুরী। তিনি লেখেন, “'দিদি' আর 'ভাইপো', দুজনকে পরামর্শ, আয়নার সামনে দাঁড়ান আর জিজ্ঞাসা করুন ― নরেন্দ্র মোদির কাছে একা একা 'দিদি' গিয়ে কদিন আগে কি আলোচনা করে এলেন ? 'ভাইপো' আর পরিবারের একজনকে ইডি জিজ্ঞাসা করার পরেই সব চুপ চাপ হয়ে গেল কেন?”

তাঁর প্রশ্ন, “গোধরা কাণ্ডের পর নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন, তখন 'দিদি' লাল গোলাপের গুলদস্তা পাঠিয়েছিলেন কেন? বিজেপির সাথে সরকার চালানোর যে সুখ 'দিদি' পেয়েছেন তাতে দ্বিতীয়বার সরকার গড়তে বিজেপিকে সাহায্য করবেন না তো?” সুর চড়িয়ে কংগ্রেস সাংসদের কটাক্ষ, ‘হিম্মত থাকলে গর্জে বলুন, আগে বিজেপিকে সাহায্য করে আপনি ভুল করেছেন, এই ভুল আর হবে না।‘

Adhir Chowdhury abhishek banerjee Mamata Banerjee tmc
Advertisment