বাংলাদেশে হিন্দুদের উপর অত্য়াচারের ঘটনায় উদ্বিগ্ন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। এ ব্য়াপারে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর তুলে ধরে অধীর বলেছেন, বাংলাদেশে মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে। মৌলবাদী শক্তির আক্রমণের মুখে পড়েছে সে দেশের হিন্দু পরিবারগুলো, এমনটাই উল্লেখ করেছেন অধীর।
সংবাদমাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, সোশ্য়াল মিডিয়ায় ইসলাম সম্পর্কে অশ্রদ্ধা দেখানোর অভিযোগে বাংলাদেশে কমপক্ষে ১৫টি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়েছে। কিছু এলাকায় এ ঘটনায় সে দেশের সংখ্য়ালঘু শ্রেণির মধ্য়ে আতঙ্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: মথুরায় মন্দিরে নমাজ, চারজনের বিরুদ্ধে FIR যোগীর পুলিশের
এ প্রসঙ্গে এক বিবৃতিতে বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, ‘‘বাংলাদেশে হিন্দু পরিবারগুলোকে নিশানা করেছে মৌলবাদী শক্তি...অবিলম্বে বাংলাদেশ সরকারের সঙ্গে এ ইস্য়ুটি উত্থাপন করুক ভারত সরকার’’।
জানা গিয়েছে, গত রবিবার বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। সংবাদমাধ্য়মে খবর, ওই এলাকায় ১০০টিরও বেশি হিন্দুদের বাড়িতে লুঠ করা হয়েছে। হাবিগঞ্জের মাধবপুরের কাছেও ২ টি মন্দিরে অশান্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নাসিরনগর ও মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশের রক্ষীদের মোতায়েন করা হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন