scorecardresearch

কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে টিয়ার গ্যাস পুলিশের, ক্ষোভ সামলাতে তদন্তের নির্দেশ প্রশাসনের

কাশ্মীরি পণ্ডিত তথা সরকারি কর্মচারী রাহুল ভাটের দেহ নিয়ে বিক্ষোভ দেখান পণ্ডিতরা। শেখপোড়া পণ্ডিত কলোনিতে এই বিক্ষোভ চলছিল। তখনই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়।

kashmiri_pandits

যে পণ্ডিতদের নিয়ে কাশ্মীরে জনভিত্তির দাবি মোদী সরকারের, সেই পণ্ডিতদের ওপরই টিয়ার গ্যাস ছুড়েছে কাশ্মীর পুলিশ। যাতে ধাক্কা খেয়েছে কেন্দ্রের পণ্ডিত-প্রীতি। ক্ষোভ জন্মেছে কাশ্মীরের পণ্ডিতদের মনে। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি পণ্ডিতদের ওপর বাহিনী প্রয়োগের বিরুদ্ধে সিট গড়ল প্রশাসন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এই বিশেষ তদন্তকারী দল গড়েছেন। যার মাথায় রাখা হয়েছে ডেপুটি আইজি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে। রবিবার এই সিট গঠনের কথা জানান মনোজ সিনহা নিজেই। তিনি বলেন, ‘আমরা সিট গড়েছি। তাতে স্থানীয় পুলিশ আধিকারিক আছেন। সব দিক থেকে সিট ঘটনাটি খতিয়ে দেখবে। কাশ্মীরি পণ্ডিতদের ওপর পুলিশের বলপ্রয়োগের বিষয়টিও সিট খতিয়ে দেখবে।’

এই বলপ্রয়োগের ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সেই সময় কাশ্মীরি পণ্ডিতরা তাঁদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। কাশ্মীরি পণ্ডিত তথা সরকারি কর্মচারী রাহুল ভাটের দেহ নিয়ে বিক্ষোভ দেখান পণ্ডিতরা। শেখপোড়া পণ্ডিত কলোনিতে এই বিক্ষোভ চলছিল। তখনই পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ফাটায়। রাহুল ভাট কাশ্মীরের রাজস্ব দফতরের আধিকারিক। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিরা গুলি করে হত্যা করে। সেই সময় রাহুল ভাট বুদগাম জেলার চাদুরা ব্লক অফিসে কর্মরত ছিলেন। তার প্রতিবাদেই পণ্ডিতরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই পণ্ডিতরা সকলেই সরকারি কর্মচারী। ঘটনার সময় তাঁরা নিরাপদ স্থানে বদলির দাবি জানাচ্ছিলেন।

আরও পড়ুন- তল্লাশির নামে গুলি চালাল পুলিশ, মহিলাকে খুনের দায়ে পুলিশেরই বিরুদ্ধে এফআইআর

বিক্ষোভকারী পণ্ডিতদের সেই দাবিও মেনে নিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। একসপ্তাহের মধ্যে বিক্ষোভকারী পণ্ডিতদের নিরাপদ স্থানে বদলির আশ্বাস দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে মনোজ সিনহা বলেন, ‘একসপ্তাহের মধ্যে কাশ্মীরি সরকারি কর্মচারী পণ্ডিতদের নিরাপদ স্থানে বদলি করা হবে। তাঁদের সব অভিযোগ খতিয়ে দেখা হবে। যাবতীয় সমস্যার সমাধান করা হবে। আমি শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাব। কারণ, কাশ্মীর উপত্যকাকে অশান্ত করতেই ভাট সাহেবকে খুন করা হয়েছে। ভয়ের পরিবেশ তৈরির জন্য এমন কাজ করেছে জঙ্গিরা। কিছু লোক উপত্যকাকে অশান্ত করতে চায়। কিন্তু, আমি তাদের জানিয়ে দিতে চাই যে সেই চেষ্টা সফল হবে না।’

Read full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Administration constituted sit into the use of force against kashmiri pandits