Advertisment

‘সব শেষ হয়ে গেছে’, আতঙ্কের কাবুল ছেড়ে ভারতে আফগান সাংসদ

রবিবার সকালে বায়ুসেনার বিশেষ বিমানে অন্য ভারতীয়দের সঙ্গেই কাবুল ছেড়েছেন এই আফগান সাংসদ৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afghan blast At least 100 dead wounded many

আফগানিস্তানের পতাকা

‘সব কিছু শেষ হয়ে গেছে’, কাবুল থেকে ভারতে ফিরে এটাই ছিল আফগান সাংসদ নরিন্দর সিং খালসার প্রথম প্রতিক্রিয়া৷ রবিবার সকালে কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরেছে বায়ুসেনার বিশেষ বিমান৷ এই বিমানেই ভারতে এসেছেন আফগানিস্তানের সাংসদ নরিন্দর৷ চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট৷ তালিবানি নৃশংসতার করাল গ্রাস থেকে মুক্ত হয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন এই শিখ৷

Advertisment

রবিবার সকালে ভারত বায়ুসেনার বিশেষ বিমান কাবুল থেকে ১০৭ জন ভারতীয়-সহ মোট ১৬৮ জনকে দেশে ফিরিয়েছে৷ এছাড়াও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লিতে ফিরেছেন আরও ৮৭ ভারতীয়৷ এরই পাশাপাশি দোহা থেকে দেশে ফিরছে আরও ১৩৫ ভারতীয়৷ শনিবার কাবুল বিমানবন্দর থেকে এদের উদ্ধার করা হয়েছিল৷

এদিন সকালে কাবুল থেকে অন্য ভারতীয়দের সঙ্গেই প্রাণভয়ে কাবুল ছেড়েছেন সেই দেশেরই সাংসদ নরিন্দর সিং খালসা৷ তালিবানের নৃশংসতা খুব কাছ থেকে দেখেছেন তিনি৷ আতঙ্কের সেই প্রহর যেন কিছুতেই ভুলতে পারছেন না৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও চোখে-মুখে ধরা পড়েছে আতঙ্ক৷ একটা সময় নিজের দেশের প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে তাঁকে৷ আফগানিস্তানের সাংসদ নরিন্দর বলেন, ‘‘এর আগে কখনও আফগানিস্তানের এমন পরিস্থিতি দেখিনি৷ সব কিছু শেষ হয়ে গেল৷ গত ২০ বছর ধরে যে সরকার তৈরি হয়েছিল তাও শেষ৷ সব শূন্য হয়ে গেছে৷’’

আরও পড়ুন- পাহাড় বেয়ে ছুটতে তৈরি টয় ট্রেন, পুজোয় ডেস্টিনেশন দার্জিলিং

ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি৷ রাজধানী কাবুল সপ্তাহখানেক আগে কব্জা নিয়েছে তালিবান৷ কাবুল তালিবানিদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে৷ মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বলে চলেছেন তালিবানের নেতারা৷ তবে যোদ্ধাদের সংযত রাখতে এতটুক চেষ্টাও চোখে পড়ছে না৷ প্রতিদিন রক্ত ঝরছে আফগান-মুলুকে৷ তালিবানের বন্দুকের নলের ডগায় স্তব্ধ আফগানিস্তানের জনজীবন৷ প্রাণভয়ে কাবুল বিমানবন্দরে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় ক্রমেই বাড়ছে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban Kabul India
Advertisment