‘সব কিছু শেষ হয়ে গেছে’, কাবুল থেকে ভারতে ফিরে এটাই ছিল আফগান সাংসদ নরিন্দর সিং খালসার প্রথম প্রতিক্রিয়া৷ রবিবার সকালে কাবুল থেকে ১৬৮ জনকে নিয়ে দেশে ফিরেছে বায়ুসেনার বিশেষ বিমান৷ এই বিমানেই ভারতে এসেছেন আফগানিস্তানের সাংসদ নরিন্দর৷ চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট৷ তালিবানি নৃশংসতার করাল গ্রাস থেকে মুক্ত হয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন এই শিখ৷
রবিবার সকালে ভারত বায়ুসেনার বিশেষ বিমান কাবুল থেকে ১০৭ জন ভারতীয়-সহ মোট ১৬৮ জনকে দেশে ফিরিয়েছে৷ এছাড়াও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লিতে ফিরেছেন আরও ৮৭ ভারতীয়৷ এরই পাশাপাশি দোহা থেকে দেশে ফিরছে আরও ১৩৫ ভারতীয়৷ শনিবার কাবুল বিমানবন্দর থেকে এদের উদ্ধার করা হয়েছিল৷
এদিন সকালে কাবুল থেকে অন্য ভারতীয়দের সঙ্গেই প্রাণভয়ে কাবুল ছেড়েছেন সেই দেশেরই সাংসদ নরিন্দর সিং খালসা৷ তালিবানের নৃশংসতা খুব কাছ থেকে দেখেছেন তিনি৷ আতঙ্কের সেই প্রহর যেন কিছুতেই ভুলতে পারছেন না৷ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও চোখে-মুখে ধরা পড়েছে আতঙ্ক৷ একটা সময় নিজের দেশের প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে তাঁকে৷ আফগানিস্তানের সাংসদ নরিন্দর বলেন, ‘‘এর আগে কখনও আফগানিস্তানের এমন পরিস্থিতি দেখিনি৷ সব কিছু শেষ হয়ে গেল৷ গত ২০ বছর ধরে যে সরকার তৈরি হয়েছিল তাও শেষ৷ সব শূন্য হয়ে গেছে৷’’
আরও পড়ুন- পাহাড় বেয়ে ছুটতে তৈরি টয় ট্রেন, পুজোয় ডেস্টিনেশন দার্জিলিং
ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি৷ রাজধানী কাবুল সপ্তাহখানেক আগে কব্জা নিয়েছে তালিবান৷ কাবুল তালিবানিদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে৷ মুখে শান্তি প্রতিষ্ঠার কথা বলে চলেছেন তালিবানের নেতারা৷ তবে যোদ্ধাদের সংযত রাখতে এতটুক চেষ্টাও চোখে পড়ছে না৷ প্রতিদিন রক্ত ঝরছে আফগান-মুলুকে৷ তালিবানের বন্দুকের নলের ডগায় স্তব্ধ আফগানিস্তানের জনজীবন৷ প্রাণভয়ে কাবুল বিমানবন্দরে হাজার-হাজার মানুষের উপচে পড়া ভিড় ক্রমেই বাড়ছে৷
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন