Advertisment

ই-ভিসা ছাড়া ভারতে থাকা যাবে না, আফগান নাগরিকদের জন্য নির্দেশিকা কেন্দ্রের

তালিবানিদের দখলে গোটা আফগানিস্তান৷ প্রাণভয়ে অফগান মুলুক ছেড়েছেন বহু আফগান৷ অনেকেই আশ্রয় নিয়েছেন ভারতে৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afghan nationals must travel to India only on e-Visa, says MHA

আফগান নাগরিকরা কেবলমাত্র ই-ভিসা নিয়েই ভারতে থাকতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এর আগেও যে আফগান নাগরিকরা ভারতের ভিসা পেয়েছেন, তাঁরা বর্তমানে ভারতে না থাকলেও তাঁদেরও নয়া এই নিয়ম মানতে হবে৷

Advertisment

এদিকে, আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করার প্রক্রিয়া জারি রয়েছে৷ সংবদাসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে আফগানিস্তান থেকে ভারতে এসেছেন আরও আটাত্তর জন৷ আইটিবিপি জওয়ানদের ছাওলা ক্যাম্পে তাঁদের চোদ্দদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ এএনআইয়ের খবর অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মোট চোদ্দজনকে আইটিবিপি-র ছাওলা ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ওই আটাত্তর জনের মধ্যে চব্বিশজন ভারতীয় এবং চুয়ান্নজন আফগান নাগরিক রয়েছেন৷ ইন্দিরা গান্ধী

আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়েছিল৷ সবারই রিপোর্ট নেগেটিভ এসেছে৷

আরও পড়ুন- বিকাশ ভবনের সামনে শিক্ষিকাদের বিষপানের ঘটনায় রাজ্যকে তোপ দিলীপের

উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ সেই কারণেই সেই দেশ থেকে নাগরিকদের ফেরাচ্ছে ভারত৷ ভারতীয়দের পাশাপাশি বহু আফগান নাগরিকও আফগান মুলুক ছেড়ে পালাতে চাইছেন৷ আফগানদের জন্য ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা প্রক্রিয়া চালু করেছে বিদেশমন্ত্রক৷ আফগানদের সুবিধা দিতেই এই উদ্যোগ ভারত সরকারের৷ এছাড়াও ভারতে থাকতে ইচ্ছুক আফগান নাগরিকরা ই-ভিসার জন্য আবেদন করতে www.indianvisaonline.gov.in সাইট দেখতে পারেন বলে জানানো হয়েছে৷

এদিকে, আফগানিস্তান থেকে নাগরিকদের দেশে ফেরানো জারি রেখেছে আমেরিকা৷ তালিবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সেদেশে থাকতে পারবে মার্কিন সেনা৷ এই সময়ের মধ্যেই নাগরিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবে মার্কিন সেনাবাহিনী৷ তবে ৩১ অগাস্টের পরে আফগানিস্তানে মার্কিন সেনাকে থাকার অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়েছে তালিবান৷ আমেরিকার তরফেও ৩১ অগাস্টের মধ্যে উদ্ধারকাজ শেষ করার উদ্যোগ তুঙ্গে৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জানিয়েছেন, ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে উদ্ধারকাজ শেষ করবার জোরদার প্রক্রিয়া চলছে৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganistan Taliban MHA Kabul
Advertisment