Advertisment

ভারতে আসা আফগানদের বিমানবন্দরেই পোলিও-র টিকা

বিশ্বের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান এমনই দুই দেশ যেখানে পোলিও আজও মহামারীর আকার নেয়৷

author-image
IE Bangla Web Desk
New Update
Afghan returnees are vaccinated against polio in India

দিল্লি বিমানবন্দরে নামা আফগানদের পোলিও-র টিকা দেওয়া হচ্ছে৷

তালিবানিদের দখলে গোটা আফগানিস্তান৷ রবিবারও কাবুল থেকে বায়ুসেনার বিশেষ বিমানে দেশে ফিরেছেন মোট ১৬৮ জন৷ যাঁদের মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন৷ বাকিরা আফগানিস্তানের বাসিন্দা৷ প্রাণভয়ে তাঁরা ভারতে এসে আশ্রয় নিয়েছেন৷ আফগানিস্তান থেকে আসা সেই আফগান নাগরিকদের এবার পোলিও-র টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে৷ দিল্লি বিমানবন্দরে এদিন কাবুল ফেরত প্রত্যেক আফগান নাগরিককে পোলিও-র টিকা দেওয়া হয়েছে৷

Advertisment

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া জানিয়েছেন, পোলিও এড়াতে আফগানিস্তান থেক আসা মানুষজনকে টিকা দেওয়া হয়েছে৷ গোটা বিশ্বের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তান একমাত্র দুটি দেশ যেখানে পোলিও এখনও মহামারীর আকার নেয়৷ টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ড্যভিয়া লিখেছেন, ‘‘পোলিও ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আফগানিস্তান থেকে আসা মানুষজনকে বিনামূল্যে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনস্বাস্থ্য সুরক্ষিত করার প্রচেষ্টার জন্য স্বাস্থ্যকর্মীদের দলকে অভিনন্দন।’’

আরও পড়ুন- আফগানদের হাতে মমতার মুখ বসানো ‘দিল্লি চলো’ রাখি, তৃণমূলের কর্মসূচিতে বিতর্ক

ক্রমশ খারাপ হচ্ছে আফগানিস্তানের পরিস্থিতি৷ গোটা কাবুল তালিবানের কব্জায়৷ রাজধানী কাবুল এক সপ্তাহ আগে তালিবানদের দখলে যাওয়ার পর থেকে সেখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে৷ রবিবার সকালে ভারত বায়ুসেনার বিশেষ বিমানে কাবুল থেকে ১০৭ জন ভারতীয়-সহ মোট ১৬৮ জনকে দেশে ফিরিয়েছে৷ এছাড়াও তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে দিল্লিতে ফিরেছেন আরও ৮৭ ভারতীয়৷ এরই পাশাপাশি দোহা থেকে দেশে ফিরছে আরও ১৩৫ ভারতীয়৷ শনিবার কাবুল বিমানবন্দর থেকে এদের উদ্ধার করা হয়েছিল৷

Read full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Afganisthan India Vaccine
Advertisment