২০২০ সালের মে থেকে সীমান্ত বিরোধের কারণে ১৮ মাসের বিরতির পরে, অবশেষে দিল্লিতে পৌঁছেছেন চিনের নতুন রাষ্ট্রদূত। শুক্রবার ভারতের মাটিতে পা রেখেই দিল্লি-বেইজিং বন্ধুত্বকে দৃঢ় করার বার্তা দিলেন চিনের এই শীর্ষ কূটনীতিক।
উভয় দেশের উদ্বেগের কথা মাথায় রেখেই পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান সূত্র বের করতে ভারতের সঙ্গে কাজ করতে তৈরি চিন, দিল্লির মাটিতে দাঁড়িয়ে এমনই বার্তা দিলেন চিনা রাষ্ট্রদূত জু ফেইহং। পাশাপাশি তিনি দাবি করেন, দুই দেশের সম্পর্ক যাতে মধুর হয় এবং বন্ধুত্ব আরও দৃঢ় হয়, সেজন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন।
সীমান্ত বিরোধের জেরে ভারতে চিনা রাষ্ট্রদূতের পদটি দীর্ঘ ১৮ মাস ধরে শূন্য ছিল। নয়া দিল্লিতে এসে জু ফেইহং ভারত ও চিনের মধ্যে সম্পর্ক জোরদার করার কথা বলেছেন। পূর্ব লাদাখে দীর্ঘদিন ধরে চলমান সামরিক অচলাবস্থার মধ্যে তিনি চিনা রাষ্ট্রদূতের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি দু দেশের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্বকে আরও গভীর করতে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্মুখ"।