জম্মু ও কাশ্মীরে ঐতিহাসিক সিদ্ধান্ত। দীর্ঘ ৩৩ বছর পর শ্রীনগরে মহরমের তাজিয়া বের করার অনুমতি দেওয়া হয় প্রশাসনের তরফে। এই উপলক্ষ্যে, কড়া নিরাপত্তা ব্যবস্থা কড়া হয় উপত্যকা জুড়ে। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর তিন দশক পর, মহরমের তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। কাশ্মীরের বিভাগীয় কমিশনার, ভি কে বিধুরি জানিয়েছেন যে 'মিছিলের সময় সকাল ৬ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত রাখা হয়েছে যাতে তাজিয়া মিছিল চলাকালীন মানুষজনের কোনও সমস্যা না হয়'।
এতদিন জম্মু ও কাশ্মীরে মহরম উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মিছিলে নিষেধাজ্ঞা আরোপ ছিল। তিন দশকের বেশি সময় পর প্রথমবারের মতো শ্রীনগরে মহরম উপলক্ষে তাজিয়া মিছিল বের করল শিয়া সম্প্রদায়। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত মহরমের তাজিয়া মিছিল বের করার অনুমতি দেওয়া হয় প্রশাসনের তরফে। এই সময় শিয়া সম্প্রদায়ের মানুষজন হজরত ইমাম হোসেনের স্মরণে তাজিয়া মিছিল বের করেন। সমাজের অন্যান্য শ্রেণীর মানুষও এই মিছিলে অংশ নেন।
তিন দশকের বেশি সময় পরে শহরের গুরু বাজার থেকে ডালগেট পর্যন্ত মহরম মিছিলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। ৩৩ বছর পর শর্তসাপেক্ষে বৃহস্পতিবার মহরমের মিছিল বের করেন শিয়া সম্প্রদায়। ডিভিশনাল কমিশনার কাশ্মীর ভি কে বিধুরি বুধবার বলেছেন যে মিছিলের সময় প্রত্যেকের মনে রাখা উচিত বৃহস্পতিবার সপ্তাহের এক কাজের দিন এবং এই রুটটি অন্যতম ব্যস্ত ও প্রধান রুট। মিছিলে অন্যদের কোন সমস্যা যাতে না হয় সেই জন্য মিছিলের সময় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত সময় রাখা হয়েছে।
উল্লেখ্য ১৯৮৯ সাল মহরমের তাজিয়া মিছিল বের করার ওপর নিষেধাজ্ঞা আরোপ ছিল। থেকে ১৯৮৯ সালের মিছিল থেকে দেশবিরোধী স্লোগান ওঠে, তৎকালীন রাজ্যপাল জগমোহন মিছিল নিষিদ্ধ করেছিলেন। গতকালই জম্মু ও কাশ্মীর প্রশাসন তিন দশক পর শ্রীনগরের গুরু বাজার থেকে ডালগেট পর্যন্ত ঐতিহ্যবাহী রুটে অষ্টম মহরমের তাজিয়া মিছিল বের করার অনুমতি দেয়। সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।