Advertisment

Puri Jagannath Temple: চার দশক পর খুলতে চলেছে জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার! মোতায়েন সর্প বিশেষজ্ঞদের দল

পূর্ববর্তী বিজেডি সরকার ৪ঠা এপ্রিল, ২০১৮- এ গুপ্তধনের ভাণ্ডার খোলার চেষ্টা করেন কিন্তু তা ব্যর্থ হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
The Odisha government approved a proposal to open the bhandar, and it has been decided that the lock will be broken if it cannot be opened with the keys available. (Filr Photo)

ওড়িশা সরকার ভান্ডারটি খোলার একটি প্রস্তাব অনুমোদন করেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চাবি দিয়ে খোলা না গেলে তালাটি ভেঙে দেওয়া হবে। (ফাইল ছবি)

Puri Jagannath Temple: প্রায় চার দশক পর রবিবার বিকেলে খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরীণ রত্ন ভান্ডারের তালা ।

Advertisment

ওড়িশা সরকার ই রত্ন ভান্ডারটি খোলার প্রস্তাব অনুমোদন করেছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে চাবি দিয়ে খোলা না গেলে তালাটি ভেঙে দেওয়া হবে।

বিচারপতি বিশ্বনাথ রথ, যিনি প্রক্রিয়াটি তত্ত্বাবধানে গঠিত কমিটির সভাপতি তিনি বলেছেন, চাবি আর কোন সমস্যা নয়। রত্নভান্ডার যেভাবেই হোক খুলবে। দীর্ঘ সময় ধরে তালা খোলা হয়নি। লোহার তৈরি হওয়ায় তালাটিতে মরিচা পড়ার সম্ভাবনাও রয়েছে। প্রয়োজনে আমরা তালা ভেঙ্গে ফেলব,” ।

আরও পড়ুন - < Motivational Story: সমাজের টিপ্পনীকে থোড়াই কেয়ার, লক্ষ্যে অবিচল থেকে ‘স্বর্গরথ’ চালিয়ে দৃষ্টান্ত কলেজ ছাত্রীর >

তালা ভাঙার বিশেষ দল, মন্দির পরিচালনা কমিটি, তত্ত্বাবধায়ক কমিটি, পুরী জেলা প্রশাসনের প্রতিনিধিদের একটি দল রবিবার 'প্রভুর কোষাগারে' প্রবেশ করবেন। রত্ন ভাণ্ডারে রয়েছে কয়েকশো সাপ। এমন কাহিনীর কথা সামনে রেখে প্রশাসন বলেছে সর্প বিশারদদের একটি দলকে সেখানে মোতায়েন থাকার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন - < AC Electricity bill: এসি চালিয়েও প্রতি মাসে বাঁচান হাজার হাজার টাকা, দুরন্ত জাদুতে বাজারে আলোড়ণ ফেলল বিশেষ এই মেশিন >

পূর্ববর্তী বিজেডি সরকার ৪ঠা এপ্রিল, ২০১৮- এ গুপ্তধনের ভাণ্ডার খোলার চেষ্টা করেন কিন্তু তা ব্যর্থ হয়। চাবি হারিয়ে যাওয়ার কারণে তারা এটি খুলতে পারেনি, যার ফলে রাজ্যব্যাপী ক্ষোভের সৃষ্টি হয়। কর্মকর্তারা জানিয়েছেন, গুপ্তধনের ভাণ্ডার খোলার প্রক্রিয়া দুপুর ১টার পর হতে পারে বলে আশা করা হচ্ছে।

Puri Jagannath Temple
Advertisment