Vaccine Human Trial: এক বছর পার এখনও টিকার হিউম্যান ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরা সার্টিফিকেট পায়নি। অপেক্ষার এই তালিকায় প্রায় ১৬০০ স্বেচ্ছাসেবকের নাম রয়েছে। বছর ৬৫-এর একে খান্না। ওষুধ সংস্থার প্রাক্তন কর্তা এবং বর্তমানে একটি হেলথকেয়ার সংস্থার চেয়ারম্যান। গত বছর অগাস্টে সপরিবারে কোভিশিল্ডের হিউম্যান ট্রায়ালে অংশ নিয়েছিলেন। কিন্তু এখনও বিমানে উঠতে কিংবা ভিনরাজ্যে গেলে তাঁকে এবং তাঁর পরিবারকে আরটিপিসিআর পরীক্ষা করাতে হয়।
অন্য ভ্যাকসিন গ্রহীতারা টিকা নিয়ে সার্টিফিকেট পেলেও, হিউম্যান ট্রায়ালে স্বেচ্ছাসেবক হয়েও খান্না এবং তাঁর পরিবারকে নমুনা পরীক্ষার মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। খানিকটা ক্ষোভের সুরেই প্রবীণ খান্না বলেন, ‘দুটি ডোজ পেলেও আর কতো দিন আমাদের সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতে হবে? সম্প্রতি জম্মু বিমানবন্দর আমাদের কাছে থাকা একটা শংসাপত্র ফিরিয়ে দিয়েছে। সেই সার্টিফিকেট নাকি জাল। যদিও পুনের ভারতী হাসপাতাল, আমাদের সেই টিকা সার্টিফিকেট দিয়েছিল।‘
সুর চড়িয়ে তাঁর মন্তব্য,’ আমি জানতাম এমন সমস্যার মুখে পড়ব। তাই আরটিপিসিআর করিয়ে নিয়েছিলাম। যখন কেউ সূচ ফোটাতে চাইছিল না, তখন আমরা স্বেচ্ছায় এগিয়ে আসি। কিন্তু সরকারি তরফে এই ব্যবহার আশাতীত। গত তিন মাস ধরে আমি সার্টিফিকেটের জন্য দরবার করছি। কিন্তু প্রতিবার বলছে বিষয়টি দেখা হবে।‘
জানা গিয়েছে, শুধু ১৬০০ স্বেচ্ছাসেবক কোভিশিল্ড ট্রায়ালে অংশ নিয়েছিলেন। কোভ্যাকসিন ট্রায়ালে অংশ নিয়েছিলেন ২৫,৮০০ জন। কোভিশিল্ড ট্রায়ালের আয়োজন করেছিল আইসিএমআর এবং সিরাম ইনস্টিটিউট আর কোভ্যাকসিন ট্রায়াল আয়োজন করেছিল আইসিএমআর এবং ভারত বায়োটেক।
এদিকে,করোনার দ্বিতীয় ধাক্কা বিদায়ের পথ ধরেছে। সংক্রমণে লাগাম টানতে রাজ্যে-রাজ্যে চলা কড়া বিধি-নিষেধের ফল মিলছে। এই আবহে প্রতিদিন ওঠানামা করছে দেশের দৈনিক সংক্রমণ। তবে গত ২৪ ঘণ্টায় কমেছে দেশের দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী একদিনে নতুন করে দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন৷ একদিনে দেশে করোনার বলি ৪০৩৷ কমেছে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যাও৷
স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২৪ লক্ষ ২৪ হাজার ২৩৪৷ তবে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ১৬ লক্ষ ৩৬ হাজার ৪৬৯ জন৷ এই মুহুর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৫৩ হাজার ৩৯৮৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩৪ হাজার ৩৬৭৷ সংক্রমণে লাগাম টানতে টিকাকরণ কর্মসূচিতে আরও বেশি জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা৷ কেন্দ্রীয় সরকারও এব্যাপারে জোরদার তৎপরতা নিচ্ছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন