/indian-express-bangla/media/media_files/2025/05/07/r5AFdNa8dOfNaOnzlVpl.jpg)
PoK-তে বিমান হামলার পর বাতিল এয়ার ইন্ডিয়া একাধিক বিমান, আকাশসীমায় হাই অ্যালার্ট জারি
Air India Fight Cancellation: PoK-তে বিমান হামলার পর বাতিল করা হল এয়ার ইন্ডিয়া একাধিক বিমান। আকাশসীমায় হাই অ্যালার্ট জারি।
'ভারতীয় সেনাকে স্যালুট, মোদী ধন্যবাদ ', ছেলের ছবির সামনে বসে গলা ধরে এল শুভমের বাবার
'অপারেশন সিন্দুর'-এর অধীনে, ভারত পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে জৈশ ও লস্করের ঘাঁটি ধ্বংস করে দেয়। তিন সেনাবাহিনীর এই যৌথ অভিযানের পর, নিরাপত্তার কারণে এয়ার ইন্ডিয়া একাধিক বিমান বাতিল করেছে। অমৃতসর থেকে দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার উপযুক্ত জবাব দিতে গিয়ে, ভারত 'অপারেশন সিন্দুর'-এর আওতায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে (POK) বিশাল বিমান হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর যৌথ অভিযানে, জৈশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসবাদী সংগঠনের ৯টি ঘাঁটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
পাক বর্বরতার মোক্ষম জবাব ভারতের! 'অপারেশন সিন্দুর'-এ দিশেহারা পাকিস্তান
সূত্রের খবর, এই আক্রমণটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং পরিকল্পিত ভাবে করা হয়। এই অভিযানটি গোপনে পরিচালিত হয় এবং এর পরে ভারতীয় বিমান বাহিনী নিরাপদে ফিরে আসে। এই সামরিক পদক্ষেপের পর দেশের বিভিন্ন আকাশসীমায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে, এয়ার ইন্ডিয়া অনেক বিমান বাতিল করেছে। বিমান সংস্থার জারি করা এক বিবৃতি অনুসারে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে আসা এবং আসা সমস্ত ফ্লাইট ৭ মে দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়াও, অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক বিমান দিল্লিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখ প্রকাশ করেছে।
#TravelAdvisory
— Air India (@airindia) May 6, 2025
In view of the prevailing situation, Air India has cancelled all its flights to and from the following stations – Jammu, Srinagar, Leh, Jodhpur, Amritsar, Bhuj, Jamnagar, Chandigarh and Rajkot – till 12 noon on 7 May, pending further updates from authorities.…
এদিকে ভারতের হামলার পর আমেরিকা, রাশিয়া, ব্রিটেনকে হামলা চালানোর কথা জানিয়েছে ভারত। মার্কিন প্রতিরক্ষা সচিবের ইতিমধ্যে এবিষয়ে কথাও হয়েছে। স্থল, জল, নৌ সেনার জয়েন্ট অপারেশনে কার্যত দিশেহারা পাকিস্তান। এদিকে আজ সকালে কাশ্মীরে পাক যুদ্ধ বিমানকে গুলি করে নামালো ভারত। সকাল ১০ টায় সেনার তরফে সাংবাদিক বৈঠক। পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় পালটা প্রত্যাঘাত ভারতের। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি। পুঞ্চ রাজৌরি সীমান্তে প্রবল গোলাগুলি। ভারতের হামলায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
পাক বর্বরতার মোক্ষম জবাব ভারতের! 'অপারেশন সিন্দুর'-এ দিশেহারা পাকিস্তান