সফল বাইপাস সার্জারি, আপাতত স্থিতিশীল রাষ্ট্রপতি, সরানো হল বিশেষ কেবিনে

শনিবার তাঁকে এইমসের আইসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়।

শনিবার তাঁকে এইমসের আইসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
President of India, Ramnath Kovind, Corona Vaccination, Delhi AIIMS, Bypass Surgery

ফাইল ছবি।

বাইপাস সার্জারির পর আপাতত স্থিতিশীল রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার তাঁকে এইমসের আইসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়। রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কোবিন্দের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। চিকিৎসকরা সারাক্ষণ ধরে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। এখন আরও কিছুদিন বিশ্রামে থাকবেন কোবিন্দ।

Advertisment

গত ৩০ মার্চ হার্টে বাইপাস সার্জারি হয় রাষ্ট্রপতির। বৃহস্পতিবারই টুইট করে রাষ্ট্রপতি জানান, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রোপচার সফল হয়েছে তাঁর। এর জন্য সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন কোবিন্দ। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও রজানীতিবিদরা যাঁরা তাঁর আরোগ্য কামনা করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়েছেন রাষ্ট্রপতি।

গত শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুকের ব্যথায় অস্বস্তি বোধ করায় তাঁকে দিল্লিতে সেনার রিসার্চ ও রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর নয়াদিল্লির এইমসে তাঁকে ভর্তি করা হয়। সেখানেই বাইপাস সার্জারি হয় রাষ্ট্রপতির। এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রামনাথ কোবিন্দের অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল বলে জানা গিয়েছে। এদিকে, রাষ্ট্রপতির অসুস্থতার কথা জানাজানি হওয়ার পরই কেন্দ্রীয় মন্ত্রীরা ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।