বড়সড় সিদ্ধান্ত নাগাল্যান্ড সরকারের। সেনার গুলিতে ১৪ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে ফুঁসছে নেইফু রিও-র সরকার। এবার AFSPA বাতিলের দাবিতে কেন্দ্রকে চিঠি দিচ্ছে নাগাল্যান্ড সরকার। মঙ্গলবারই ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী নেইফু রিও। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগাল্যান্ড থেকে AFSPA বাতিলের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেবে রাজ্য সরকার।
নিরীহ দিনমজুদের জঙ্গি ভেবে এলোপাথাড়ি গুলি চালায় সেনা। অসম রাইফেলসের গুলিতে নাগাল্যান্ডের মন জেলায় ১৪ নাগরিকের মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার জেরে ক্ষোভ রাজ্যজুড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন। গোয়েন্দা ব্যর্থতার জেরেই যে এই মর্মান্তিক পরিণতি, তা একপ্রকার মেনে নিয়ছেন শাহ। এরই পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর তরফেও ঘটনার জেরে দুঃখপ্রকাশ করা হয়েছে। এদিকে, সেনার গুলিতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল তৈরি করেছে নাগাল্যান্ড সরকার।
সিট বা বিশেষ তদন্তকারী সেই দলকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করবে নাগাল্যান্ড সরকার। এদিকে, মন জেলায় সেনার গুলিতে নাগরিকদের মৃত্যুর প্রতিবাদে এবছর হর্নবিল উৎসবে অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোহিমার কাছে কিসামার নাগা হেরিটেজ গ্রামে ১০ দিনব্যাপী হর্নবিল উত্সব চলছে। আগামী ১০ ডিসেম্বর সেই উত্সব শেষ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন- অভিষেকের উপস্থিতিতে TMC-র সংসদীয় বৈঠক, ‘সাংসদরা মানুষের জন্য কাজ করবেন’
রাজ্য সরকার অনুষ্ঠানস্থলে প্রতিদিনের অনুষ্ঠানগুলি বাতিল করেছে। তবে অনুষ্ঠানস্থলের স্টলগুলি খোলা থাকবে বলে জানানো হয়েছে। হর্নবিল হল নাগাল্যান্ডের সবচেযে বড় পর্যটন উত্সব। এবছর মন জেলার মর্মান্তিক ঘটনা উত্সবের সেই মেজাজ কেড়ে নিয়েছে। রাজ্য পর্যটন দফতর সেখানে নিয়মমাফিক কিছু কর্মসূচি নিয়ে আগামী ১০ ডিসেম্বর উত্সব শেষ করবে। পূর্ব নাগাল্যান্ড এবং রাজ্যের অন্যান্য অংশের বেশ কয়েকটি উপজাতি মন জেলার হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে। তাঁদের নিজ-নিজ মোরুংগুলিতে সমস্ত অনুষ্ঠান স্থগিত রেখেছে উপজাতিগুলি।
Read full story in English
ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন