Advertisment

মৃত্যুর পর দেহে কমছে করোনার প্রভাব, কিন্তু মৃতদেহকে অসংক্রমিত বলা যাবে না: আইসিএমআর

মৃত্যুর পরও দেহে থাকছে নভেল করোনাভাইরাস। তাই মৃত্যু পরবর্তীতে দেহকে অসংক্রমিত বলা যাবে না, এমনটাই জানান হয়েছে আইসিএমআরের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি।

মৃতদেহকেও ছাড়ছে না করোনা। কোভিড-১৯ ভাইরাসের প্রভাবে মৃত্যু হওয়ার পরও দেহ থেকে সম্পূর্ণরূপে যাচ্ছে না করোনা। যদিও সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা কিছুটা হ্রাস হবে, কিন্তু মৃত্যুর পরও দেহে থাকছে নভেল করোনাভাইরাস। তাই মৃত্যু পরবর্তীতে দেহকে অসংক্রমিত বলা যাবে না, এমনটাই জানান হয়েছে আইসিএমআরের তরফে।

Advertisment

সেই কারণে মৃত্যুর পর ময়নাতদন্তের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার কথা জানান হয়েছে আইসিএমআরের তরফে। একটি মৃত দেহে কতদিন পর্যন্ত কোভিড ভাইরাস বেঁচে থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মঙ্গলবার এই তথ্য জানান হয়। করোনায় মৃত্যুর পর ময়নাতদন্তের বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যদিও এয়ারোসলের মাধ্যমে ফুসফুসেই মূলত বাসা বাঁধে এই রোগ, তবু এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তরও রাখা হয়েছে আইসিএমআর প্রকাশিত এই ময়নাতদন্ত নির্দেশিকায়।

তবে সেসব রোগীর ক্ষেত্রে করোনা পরীক্ষার রিপোর্ট নেতিবাচক আসছে। সেখানেও একই নির্দেশ মানতে বলা হচ্ছে ময়নাতদন্তের ক্ষেত্রে। কারণ সেই সকল রোগীর দেহে লক্ষণ দেখা যাওয়ার কারণেই তাদের করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই জন্য ফল নেতিবাচক আসলেও তাকেও একেবারে করোনামুক্ত মৃতদেহ হিসেবে বিবেচনা করতে নারাজ আইসিএমআর।

তবে ময়নাতদন্তের ক্ষেত্রে মৃতদেহকে দেহটিকে ৭০ শতাংশ হাইপোক্লোরাইটের অ্যালকোহল সলিউশন মাখিয়ে রেখে শরীর কাঁটাছেঁড়া করলে তা নিরাপদ কি না সে বিষয়ে সংস্থাটিকে জিজ্ঞেস করা হলে জানান হয় যেহেতু ভাইরাসটি মানবদেহের আভ্যন্তরীণ মিউকাস এবং ভিসেরাল অঙ্গ থেকে মুক্ত হয়ে বাতাসে এয়ারোসল হিসেবে সংক্রমিত হচ্ছে তাই সাবধানতা অবলম্বন করতেই হবে এই ক্ষেত্রে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment