/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/Senthil-Balaji.jpg)
বালাজি বর্তমানে ডিএমকে সরকারে বিদ্যুৎ, আবগারির মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী।
১৮ ঘণ্টার ম্যারাথন জেরা। বুধবার ভোররাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজি। চাকরি বিক্রির অভিযোগে ম্যারাথন জেরা ও তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চেন্নাই এবং কারুরে মন্ত্রীর বাসস্থান এবং অফিস-সহ ১২টি জায়গায় তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। গ্রেফতারের পর কান্নায় ভেঙে পড়েন। অজ্ঞান হয়ে পড়লে তাঁকে গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, দক্ষিণী রাজ্যের পরিবহণ দফতরের নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করছে ইডি। সেই সুবাদে বালাজি ২০১১-১৬ সাল পর্যন্ত এআইএডিএমকে-তে থাকাকালীন এই দুর্নীতি হয় বলে অভিযোগ। তখন পরিবহন মন্ত্রী ছিলেন বালাজি। পরে দল পরিবর্তন করে ডিএমকে-তে চলে আসেন। ২০২১ সালের মার্চ মাসে মামলা দায়ের হয়। বিধানসভা নির্বাচনের সময়ই চেন্নাই পুলিশ বালাজির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তাঁর সঙ্গে দফতরের একাধিক আধিকারিক-সহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ২০১৪-১৫ সালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোটা রাজ্য তোলপাড় হয়ে যায়।
গত মাসে সুপ্রিম কোর্ট তদন্ত ভার ইডি-র হাতে তুলে দেয়। তার আগে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে ইডির নোটিস খারিজ করার বিষয়টিতে স্থগিতাদেশ জারি করে। বালাজি বর্তমানে ডিএমকে সরকারে বিদ্যুৎ, আবগারির মতো গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। তাঁর বিরুদ্ধে আর্থিক তহবিল তছরুপের মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকাল থেকে তাঁর বাড়ি-অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশি শুরু করে ইডি। টানা ১৮ ঘণ্টা চলে তল্লাশি, সেই সঙ্গে মন্ত্রীকে আটকে রেখে জেরা। এই প্রথম তামিলনাড়ুর কোনও মন্ত্রীর বাড়ি-অফিসে এই ভাবে তল্লাশি চালাল ইডি।
আরও পড়ুন মোদীর গলায় ভূয়সী প্রশংসা, বিরোধীদের দাবি খারিজ করে ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেন প্রধানমন্ত্রী
বালাজিকে মঙ্গলবার ভোররাতে যখন গ্রেফতার করা হয় তখন তাঁর বুকে ব্যথা আরম্ভ হয় জানান মন্ত্রী। এর পর তিনি কান্নায় ভেঙে পড়েন। তড়িঘড়ি তাঁকে সরকারি সুপাস্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২.৩০ নাগাদ তাঁর শারীরিক পরীক্ষা করা হয়।
#WATCH | Tamil Nadu Electricity Minister V Senthil Balaji breaks down as ED officials took him into custody in connection with a money laundering case and brought him to Omandurar Government in Chennai for medical examination pic.twitter.com/aATSM9DQpu
— ANI (@ANI) June 13, 2023
রাজ্যের শীর্ষ মন্ত্রী যেমন যুবকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যম, পূর্ত মন্ত্রী ই ভি ভেলু, আইনমন্ত্রী এস রঘুপতি ভোররাতেই হাসপাতালে যান বালাজিকে দেখতে। কিন্তু তাঁদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
রঘুপতি ইডি তদন্তপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। যেভাবে অমানবিক এবং জোরজুলুম করে তল্লাশি চালানো হয়েছে, ম্যারাথন জেরা করা হয়েছে তাতে মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করেছেন রঘুপতি। আর এই অবস্থায় মন্ত্রীর শারীরিক অবনতি নিয়ে তাঁর পরিবার- আত্মীয়স্বজনদের অন্ধকারে রাখা নিয়েও তোপ দেগেছেন আইনমন্ত্রী। হুঁশিয়ারি দিয়েছেন, এই গ্রেফতারির পিছনে যাঁরা রয়েছে তাঁদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেছেন, দিল্লিতে ক্ষমতার বলে যাঁরা এসব করছে, তাঁরা যেন মনে রাখে চিরদিন ক্ষমতা থাকবে না।
উদয়নিধি হাসপাতালে গিয়ে জানিয়েছেন, যেভাবে নিয়ম ভেঙে মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। আরেক মন্ত্রী শেখর বাবু বলেছেন, বালাজি অজ্ঞান হয়ে পড়েন, তাঁর কানের কাছ থেকে দর দর করে ঘাম বেরোচ্ছিল। তাঁর ইসিজি করা হয়েছে, চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
এত কিছুর পরও ইডির তরফে তল্লাশি বা গ্রেফতারি নিয়ে কোনও রকম প্রতিক্রিয়া বা বিবৃতি দেওয়া হয়নি। সূত্রের খবর, বালাজিকে গ্রেফতারির প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তার আগেই অজ্ঞান হয়ে পড়েন মন্ত্রী।