Advertisment

গালওয়ান থেকে হট স্প্রিংয়ে দু'দেশের সেনা

বুধবারের মধ্যে পিপি ১৫ থেকে চিনা বাহিনী অস্থায়ী তাঁবু নিয়ে একেবারে সরে যাবে বলে মনে করা হচ্ছে। পিপি ১৭-এ খালি করতে আরও তিন-চার দিন সময় লাগবে বলে ধারনা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গালওয়ান উপত্যকা (জুন ২৮ ও মে ৬ তারিখের উপগ্রহ চিত্র)

গালওয়ানের পেট্রেলিং পয়েন্ট ১৪ থেকে সরে হট স্পিং এলাকায় পেট্রোলিং পয়েন্ট ১৫ ও ১৭-এ ঘাঁটি গেড়েছে ভারতীয় ও চিনা সেনা। দু'দেশের সেনার এই পশ্চাদপসরণকে নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমণের প্রথম ধাপ হিসাবেই দেখা হচ্ছে। পিপি ১৪ থেকে চিনা সেনা তাদের অস্থায়ী ছাউনিও এই দুই পয়েন্টে সরিয়ে নিয়েছে। পরিস্থিতি এতটাই উত্তজনার ছিল যে যেকোনও সময় সংঘর্ষের ঘটনা ঘটতে পারত। যা এড়াতেই দুই দেশের সেনা পর্যায়ের বৈঠকে নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্য়াহারের সম্মতি জানানো হয়।

Advertisment

সূত্র মারফত জানা যায়, ভারত-চিন সেনা আগের অবস্থান থেকে ১ মিমি করে সরে গিয়েছে। এছাড়া আগামী এক মাস দুই দেশের সেনা পিপি ১৪-তে নজরদারি চালাবে না বলে সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে সেনা প্রত্যাহর প্রক্রিয়া সম্পূর্ণ হলে পেট্রোলিং শুরু হবে।

আজ, বুধবারের মধ্যে পিপি ১৫ থেকে চিনা বাহিনী অস্থায়ী তাঁবু নিয়ে একেবারে সরে যাবে বলে মনে করা হচ্ছে। পিপি ১৭-এ খালি করতে আরও তিন-চার দিন সময় লাগবে বলে ধারনা। বর্তামানে পিপি ১৭-এ তে দুই দেশের সেনা শিবিরে ১৫০০ জন করে জওয়ান রয়েছে।

গালওয়ানের পিপি ১৪ থেকে লাল ফৌজ সরলেও প্যাংগং এ অবস্থান করছে লাল ফৌজ। ফিঙ্গার ৪-৮ পর্যন্ত এলাকায় চিনা বাহিনীর অস্তিত্ব থাকায় উত্তেজনার আবহ রয়েছে। ফিঙ্গার ৮ থেকে প্রায় ৮ কিমি পশ্চিমে নিয়ন্ত্রণরেখার এপারে চিনা সেনারা ঢুকে রয়েছে। সেনা ও কূটনৈতিকস্তরের পরবর্তী বৈঠকে ভারত প্যাংগন থেকে চিনা সরানোর বিষয়ে জোর দেবে বলে জানা গিয়েছে। এছাড়াও ভারতের ক্ষেত্রে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দেপসাং থেকেও চিনা সেনাদের সরাতে কী বলা হবে তারও পরিকল্পনা করা হয়েছে।

তবে, চিনা সেনার সরে যাওয়ার পরও নিয়ন্ত্রণরেখায় সেনার অবস্থান জোরদার থাকবেই বলেই জানা গিয়েছে। ১৫ই জুন থেকে শিক্ষা নিয়ে ভারতীয় সেনা মনে করছে, যখন তখন ফের আক্রমণ চালাতে পারে চিনা বাহিনী। তাদেরই নীতিই হচ্ছে দু পা এগিয়ে এক পা পিছিয়ে যাওয়া।

আরও পড়ুন- চিনের প্রস্তাবেই ওয়াং-দোভাল আলোচনা

এরমধ্যেই দিল্লি স্পষ্ট করেছে যে, ভারত-চিন সীমান্তে পরিকাঠামো উন্নয়নে ভারত নির্মাণ কাজ চালিয়ে যাবে। প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর সরকার জানিয়েছে, 'সীমান্তে পরিকাঠামো উন্নয়নের কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই ওই বৈঠক করা হয়।' কৌশলগত দিক থেকে যেসব সড়ক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত বর্ডার রোড অর্গানাইজেশনের ডিরেক্টরকে সেগুলির কাজে বিশেষ জোর দিতে বলা হয়েছে।

সূত্রের খবর,২৫৫ কিমি বিস্তৃত দারবুক-দৌলত বেগ ওল্ডি সড়ক নির্মাণ চলবে, এই সড়কের ৪৬ কিমির কাজ অক্টোবরের আগেই সম্পন্ন হবে। এই সড়ক উত্তরে ভারতীয় পোস্টের সঙ্গে পূর্ব লাদাখের যোগসূত্র। এই সড়ক নির্মাণেই বাধা দেয় চিন। এছাড়া বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অক্টোবরের মধ্যেই লাদাখের ফরোয়ার্ড পোস্টিংয়ে পৌঁছানো আরও সহজ করতে সেতু ও রাস্তা নির্মাণের কাজ শেষ করবে বর্ডার রোড অর্গানাইজেশন।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

galwan valley india china standoff
Advertisment