১৩৬ দিন পর ফিরে পেয়েছেন সাংসদ পদ। সোমবারই সংসদে প্রবেশ করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস শিবিরে খুশির হাওয়া। সেই রেশ পড়েছে 'ইন্ডিয়া' জোটেও। সাংসদ পদ ফিরে পেয়েই নিজের টুইটার (অধুনা এক্স) হ্যান্ডলের 'বায়ো' বদলে ফেললেন ওয়ানাড়ের সাংসদ। 'অযোগ্য সাংসদ'-এর বদলে বর্তমানে রাহুল গান্ধীর টুইটার বায়োতে লেখা আছে 'মেম্বার অফ পার্লামেন্ট।'
Advertisment
সংসদ পদ খারিজের পর গত ২৪ মার্চ টুইটার বায়ো বদলে ফেলেছিলেন রাহুল গান্ধী। সেখানে লেখা ছিল, "এটি রাহুল গান্ধীর অফিশিয়াল অ্যাকাউন্ট। তিনি জাতীয় কংগ্রেসের সদস্য। 'ডিস'কোয়ালিফায়েড এমপি"। ডিসকোয়ালিফায়েডের বদলে কেন 'ডিস'কোয়ালিফায়েড লিখেছিলেন রাহুল গান্ধী? তা খোলসা করেননি তিনি নিজে। যদিও রাজনীতির কারবারিদের মতে, তিনি যে 'অযোগ্য' তা বোঝাতেই সচেতনভাবে 'ডিস'কোয়ালিফায়েড শব্দের ব্যবহার করেছিলেন কংগ্রেস নেতা।
কিন্তু, সুপ্রিম কোর্টের রায়ের পর লোকসভার অধ্যক্ষের নির্দেশে সচিবালয় থেকে এদিন সকালেই সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এরপর সংসদেও এসেছেন। তার ফাঁকেই বদলে ফেলেছেন নিজের টুইটার বায়ো।