ক্রমশ বাড়ছে করোনা ভাইরাস। কিন্তু এরই মধ্যে উদ্বেগ বৃদ্ধি করল রাজ্যে রাজ্যে ভ্যাকসিনের ঘাটতি। মজুতে থাকা করোনা টিকা দ্রুত ফুরিয়ে আসছে বলে অভিযোগ বেশকিছু রাজ্যের। বন্ধ করতে হচ্ছে টিকাকরণ কেন্দ্র। মহারাষ্ট্রে ক্রমশ বাড়বাড়ন্ত কোভিড-১৯। এদিকে মোদী যখন বলছেন ভ্যাকসিন উৎসব পালনের জন্য। সেই সময় মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যে 'বাড়ন্ত' ভ্যাকসিন।
এবার মহারাষ্ট্রের পাশাপাশি রাজস্থানেও ভ্যাকসিন ঘাটতির খবর উঠে এল। আগামী দু'দিনের মধ্যে সে রাজ্যে ভ্যাকসিনের মজুত শেষ হবে, এমন বার্তাই কেন্দ্রকে দিয়েছে অশোক গেহলট সরকার। অবিলম্বে ভ্যাকসিন সরবরাহের কথাও জানান তিনি।
প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া চিঠিতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "রাজস্থানের ভ্যাকসিনের বর্তমান মজুদ আগামী দুই দিনে শেষ হবে। সুতরাং, অনুরোধ করা হচ্ছে যে কমপক্ষে আরও ৩০ লক্ষ ডোজ আমাদের অবিলম্বে সরবরাহ করা উচিত যাতে আমরা যে গতিবেগটি তৈরি করেছি তা বজায় রাখা যায় এবং সর্বাধিক যোগ্য সুবিধাভোগী শিগগিরই টিকা দেওয়া যেতে পারে।"
এদিকে, অভিযোগ উঠছে বিদেশে ব্যাপক পরিমাণে রফতানির কারণেই ভারতে করোনা ভ্যাকসিনের অভাব দেখা দিচ্ছে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, দেশে করোনার টিকা যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে। কোনোভাবেই ঘাটতি দেখা দেবে না।