Advertisment

পাকিস্তানে খুন শিখ যুবক, অবিলম্বে তদন্তের দাবি ভারতের

পেশোয়ারের এই হামলাকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, "পেশোয়ারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একজন ২৫ বছর বয়সি শিখকে হত্যা করেছে। চমকানি থানার কাছে দেহটি পাওয়া গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শিখ মাজার নানকানা সাহিব গুরুদ্বারে হামলার দু'দিনের মধ্যেই রবিবার পাকিস্তানের পেশোয়ার শহরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির হাতে খুন হলেন এক শিখ যুবক, পাক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। রিপোর্ট অনুযায়ী, ওই শিখ ব্যক্তি হলেন পারবিন্দর সিং। যিনি সম্পর্কে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রথম শিখ সঞ্চালক হরমীত সিংয়ের ভাই।

Advertisment

আরও পড়ুন: ‘নেটফ্লিক্সের সঙ্গে বিজেপির টোল ফ্রি নম্বরের কোনও সম্পর্ক নেই’, বিতর্কের অবসান শাহের

পেশোয়ারের এই হামলাকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, "পেশোয়ারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একজন ২৫ বছর বয়সি শিখকে হত্যা করেছে। চমকানি থানার কাছে দেহটি পাওয়া গিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।" এদিকে ভাইয়ের খুনে শোকস্তব্ধ দাদা হরমীত সংবাদমাধ্যমকে বলেন, “আমার ভাই মালয়েশিয়ায় ব্যবসা করতেন। একমাস আগে পাকিস্তানে ফিরে এসেছিলেন। ফেব্রুয়ারিতে ওর বিয়ে ছিল। তার কেনাকাটার জন্য পেশোয়ারে গিয়েছিলেন।”

আরও পড়ুন: গত পাঁচ বছরে কী করেছে কেজরিওয়াল সরকার? খতিয়ান পেশের দাবি শাহের

এই ঘটনা জানতে পেরে  পাকিস্তানকে এই খবর বন্ধ করার নির্দেশ দেয় ভারতের পররাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান। পররাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “পেশোয়ারের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যকে এভাবে হত্যার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। যা নানকানা সাহেবের পবিত্র গুরুদ্বার সাম্প্রতিক ভাঙচুর, অপহরণ, জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং শিখ মহিলা জগজিৎ কৌড়কে বিবাহের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে।" বিবৃতিতে বলা হয়, “পাকিস্তান সরকারকে এই জঘন্য কাজ যারা করেছে সেই সকল ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। পাকিস্তান সরকারের উচিত অন্য দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলে নিজস্ব সংখ্যালঘুদের প্রতিরক্ষায় কাজ করা।"

লাহোরের কাছে গুরুদ্বার নানকানা সাহিবের ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, "নানকানার ঘটনা নিন্দনীয়। তবে ভারতবর্ষে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর যে হামলা চলছে তার সঙ্গে এর পার্থক্য রয়েছে"।

Read the full story in English

pakistan
Advertisment