আসাম এনআরসি-র খসড়া থেকে থেকে ৪০ লক্ষ নাম বাদ যাওয়ার পর মুম্বইয়ের মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু নেতা জনগণের কাছে পরিবারের সকলের যথাযথ নথিপত্র সুনিশ্চিত করতে আবেদন করেছেন। শুক্রবারের নমাজের পর সম্প্রদায়ের সকলের কাছে এ নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের মত পরিস্থিতি তৈরি হলে যাতে সংকট এড়ানো যায় সে কারণে আগাম সতর্কতা হিসেবে সমস্ত নথি আপডেট রাখার কথা বলা হচ্ছে।
এ নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে মৈনুদ্দিন আশরাফ, যিনি মইন মিয়াঁ নামেও পরিচিত, তিনি সাংবাদিকদের বলেন, ‘‘পরিচয়জ্ঞাপক নথি নিয়ে জনগণকে সচেতন করার জন্যই এই উদ্যোগ। ভোটার আইডি, আধার, পাসপোর্ট, ডোমিসাইল সার্টিফিকেটের মত নথিপত্র সুরক্ষিত রাখা প্রয়োজন। শুক্রবারের নামাজের পর যে শিক্ষামূলক ভাষণ দেওয়া হয়, সেখানে এ বিষয়ে আলোচনা করার জন্য ৫০ জনেরও বেশি উলেমাকে বলা হয়েছে।’’
আরও পড়ুন, ‘আমার রাজ্যে আসুন, মানুষ অতটাও উদ্বিগ্ন নন যতটা বাইরের মানুষ উদ্বেগে রয়েছেন’
মৈনুদ্দিন আরও বলেন, ‘‘এ বিষয়টি কেবলমাত্র একটি সম্প্রদায়ের উপরেই প্রভাব ফেলছে না। সমাজের নিচুতলা থেকে আসা এবং অশিক্ষিত মানুষজন, যাঁরা এসব নথিপত্রের ব্যাপারে যথেষ্ট সচেতন নন, তাঁদের নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে।’’
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন রাজা অ্যাকেডেমির সাধারণ সম্পাদক সৈয়দ নূরি। তিনি বলেন, ‘‘কেউ কেউএন আর সি র অপপ্রয়োগ করছে , একে সাম্প্রদায়িক ইস্যু করে তোলা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে বিষয়টি জানাব। সুপ্রিম কোর্ট এ বিষয়টি নজরে রেখেছেন এবং আদালতের উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।"
এর আগে কোলাবার বিজেপি বিধায়ক রাজ পুরোহিত মুম্বইয়ের বাংলাদেশিদের চিহ্নিত করে সে দেশে ফেরত পাঠানোর দাবি তুলেছেন। একই সঙ্গে সারা দেশে এন আর সি লাগু করার দাবি তুলেছেন তিনি।