পুতিনের পরে, G20 শীর্ষ সম্মেলনে চিনা প্রেসিডেন্টের অংশগ্রহণ নিয়ে সাসপেন্স। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। মিডিয়া রিপোর্ট অনুসারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লি কিয়াং তার জায়গায় G 20 শীর্ষ সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করবেন।
৮ থেকে ১০ সেপ্টেম্বর দেশের রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া G20 শীর্ষ সম্মেলনের জন্য সেজে উঠেছে দিল্লি। ইতিমধ্যেই সাড়া হয়েছে সমস্ত প্রস্তুতি। কিন্তু এরই মধ্যে খবর আসছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না। সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে যে শি জিনপিং জি-২০ বৈঠকে হাজির থাকবেন না।
রয়টার্স-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে প্রধানমন্ত্রী লি কিয়াংকে বেজিংয়ের প্রতিনিধি হিসেবে পাঠানো হবে সভায় যোগদান করার জন্য। সেই সঙ্গে জানানো হয়েছে "গতকাল (বুধবার) পর্যন্ত জি-২০ সম্মেলনে চীনা প্রেসিডেন্টের অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত কোন তথ্য মেলেনি ।"
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই G20 বৈঠকে যোগ দেবেন এবং এটি ইতিমধ্যেই তিনি স্মমেলনে অংশ গ্রহণের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। শি জিনপিংকে নিয়ে শুরু থেকেই আশঙ্কা ছিল যে তিনি G-20-তে যোগ দেবেন না। কারণ আমেরিকা ও চিনের মধ্যে তাইওয়ান নিয়ে টানাপোড়েন চলছে, অন্যদিকে সম্প্রতি চিনের প্রকাশিত নতুন মানচিত্রের কারণে ভারতের সঙ্গে ড্রাগনের সম্পর্কও তিক্ত হয়েছে।
এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ সম্মেলনে অংশ নেবেন না বলে আগেই ঘোষণা করেছেন। পুতিনের জায়গায় দিল্লি আসবেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পুতিন এ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও কথা বলেছেন।