Advertisment

আটকে পড়া ভারতীয়দের ফেরানোর বিমান ঘোষণা হতেই ক্র্য়াশ মন্ত্রকের ওয়েবসাইট

করোনায় লকডাউনের জেরে ১২টি দেশে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে আগামী ৭ মে থেকে ১৩ মে'র মধ্য়ে ফেরানো হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
aviation ministry, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক, aviation ministry website, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সাইট ক্র্য়াশ, এয়ার ইন্ডিয়া, operation vande bharat, samudra setu, indian express bangla

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে ৬৪টি বিশেষ বিমানের ব্য়বস্থা করবে এয়ার ইন্ডিয়া। কেন্দ্রের এ ঘোষণার পরই ক্র্য়াশ করে গেল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ওয়েবসাইট। একসঙ্গে এতজন মানুষ ওয়েবসাইট খোলায় ক্র্য়াশ করেছে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। তবে ওয়েবসাইট ঠিক করার কাজ চলছে।

Advertisment

বুধবার দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ টুইট করে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ''বিপুল সংখ্য়ক মানুষ ওয়েবসাইট খোলায় মন্ত্রকের সাইট ক্র্য়াশ করেছে। ন্য়াশনাল ইনফরম্য়াটিক্স সেন্টার কাজ করছে। বিমান সংক্রান্ত সব তথ্য় এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে শীঘ্রই প্রকাশ করা হবে। সরাসরি সেখানে চেক করুন। এই সমস্য়ার জন্য় আমরা দু:খিত''।

আরও পড়ুন: বয়েজ লকার রুম মামলা: আরও পাঁচ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করল দিল্লি পুলিশ

উল্লেখ্য়, করোনায় লকডাউনের জেরে ১২টি দেশে আটকে পড়া প্রায় ১৫ হাজার ভারতীয়কে আগামী ৭ মে থেকে ১৩ মে'র মধ্য়ে ফেরানো হবে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। এজন্য় এয়ার ইন্ডিয়ার ৬৪টি বিমান চালানো হবে বলে জানানো হয়েছে। ওই ১২টি দেশের মধ্য়ে রয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ফিলিপিন্স, বাংলাদেশ, বাহরিন, কুয়েত ও ওমান। প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে দেশে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment