scorecardresearch

সুপারস্টার সলমান খানের পর ‘লরেন্স বিষ্ণোই গ্যাংয়ে’র ‘টার্গেট’ বর্ষীয়ান রাজনীতিক! কে তিনি?

খুনের হুমকিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের।

detained,Pune,death threat,Shiv Sena,Uddhav Balasaheb Thackeray,MP"
সুপারস্টার সলমান খানের পর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট বর্ষীয়ান রাজনীতিক

সুপারস্টার সলমান খানের পর এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মুখে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত! লরেন্স বিষ্ণোই গ্যাং এর আগে একাধিকবার সুপারস্টার সলমান খানকে খুনের হুমকি দ্দিয়ে আসছে। এবার টার্গেট করা হল শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে। মিলেছে হত্যার হুমকিও। সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

বিখ্যাত পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালা খুনের এক বছর পূর্ণ হল। এরপর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাং ক্রমাগত বলিউড সুপারস্টারকে খুনের হুমকি দিয়ে আসছে। বহুবার সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এর আগে।

এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট শিবসেনার (উদ্ধব ঠাকরে) অন্যতম নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। বার্তায় সিধু মুসওয়ালার (পাঞ্জাবি গায়ক সিধু মুস ওয়ালা) মতো তাকেও দিল্লিতে একইভাবে খুনের হুমকি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই- জানিয়েছে রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন “আমি একটি হুমকি বার্তা পেয়েছি এবং আমি পুলিশকে জানিয়েছি। আমি এই হুমকিতে ভয় পাচ্ছি না। এর আগেও আমার ওপর এমন হামলার চেষ্টা হয়েছিল, কিন্তু পুলিশ কী করল, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কী করলেন?”

অন্যদিকে, পুলিশ বলছে যে শিবসেনা (উদ্ধব ঠাকরে) নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত গ্যাংস্টার লরেন্স বিশনোইয়ের গ্যাং থেকে হুমকির বার্তা পেয়েছেন। এতে পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার মতো তাকে দিল্লিতে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় রাউত। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: After salman khan sanjay raut gets death threat from lawrence bishnoi gang