Advertisment

Shah Rukh Khan Death Threat: সলমনের পর এবার নিশানায় শাহরুখ! বলিউড বাদশাকে খুনের হুমকি, নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং?

Shah Rukh Khan Death Threat News in Bengali: সম্প্রতি খুনের হুমকি পেয়েছিলেন সলমন খান। এবার বলিউডের কিং খান শাহরুখকে খুনের হুমকি দিয়ে বার্তা এল অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে। নেপথ্যে কি বিষ্ণোই গ্যাং?

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Shah Rukh Khan

Shah Rukh Khan: সলমন খানের পর এবার শাহরুখ খানকে খুনের হুমকি।

Bollywood Actor Shah Rukh Khan Gets Death Threat News in Bengali: সলমন খানের পর এবার শাহরুখ খানকে খুনের হুমকি। বৃহস্পতিবার বলিউডের কিং খানকে হুমকি বার্তার অভিযোগে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

Advertisment

কিছুদিন আগেই সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন এক ব্যক্তি। নিজেকে কুখ্যাত গ্যাংস্টার জেলবন্দি লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে পরিচয় দিয়েছিলেন তিনি। অক্টোবর মাসে বিধায়ক এবং সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকীকে গুলি করে খুনের পর সলমন এবং শাহরুখ খান হুমকি পেলেন।

পুলিশ জানিয়েছে, একটি অজ্ঞাতপরিচয় ফোন নম্বর থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছে শাহরুখকে। পরে জানা যায় সেটি ভুয়ো হুমকি বার্তা। পুলিশ জানিয়েছে, একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে বিশেষ টিম বানিয়েছে মুম্বই পুলিশ।

গত মাসে আরও এক অভিযুক্ত সলমন খানকে হুমকি দেয়, ২ কোটি টাকার দাবি জানিয়ে। পরে বান্দ্রা থেকে একজনকে গ্রেফতার করা হয় এই ঘটনার সঙ্গে যোগসাজশের অভিযোগে। 

আরও পড়ুন সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় 'মোস্ট ওয়ান্টেড' লুকিয়ে আমেরিকায়? অ্যাকশনে মুম্বই পুলিশ!

এই সপ্তাহের শুরুতে, মুম্বই ট্র্যাফিক পুলিশ একটি অজানা নম্বর থেকে আরেকটি বার্তা পেয়েছিল, সেখানে দাবি করা হয় যে যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী ১০ দিনের মধ্যে পদত্যাগ না করেন, তবে তাঁর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকীর মতো একই পরিণতি হবে। সিদ্দিকীকে গত ১২ অক্টোবর বান্দ্রায় (পূর্ব) লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ।

 

Threat Post salman khan Shah Rukh khan Mumbai Police Lawrence Bishnoi
Advertisment