আগের পাঁচটি বৈঠক ছিল নিষ্ফলা। তবে, ষষ্ঠবারের কেন্দ্র ও কৃষক ইউনিয়নের মধ্যেকার বৈঠক কিছুটা হলেও সহমতের ভিত্তিতে শেষ হল। কৃষকদের চার দাবির মধ্যে দু'টি বিষয়ে সহমতে পৌঁছেছে কেন্দ্রীয় সরকার ও আন্দোলনকারীরা। তবে, কৃষি আইন প্রত্যাহার ও এমপিএস নিশ্চিৎকরণ ধারাটি বাতিলের জন্য এ দিনের বৈঠকেও জোর দেয় কৃষক সংগঠনগুলো। বিরোধ মিমাংসায় আরোও আলোচনা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। আবারও উভয় পক্ষের মধ্যে আগামী বৈঠক হবে ৪ঠা জানুয়ারি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন, 'পরিবেশগত অধ্যাদেশ নিয়ে কৃষকদের বিরোধিতা ছিল। পারলির সঙ্গে অন্তর্ভুক্ত নিয়ে কৃষক সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ ছিল। আইন থেকে এই বিষয়টি বাতিলের বিষয়টু উভয়পক্ষই মেনে নিয়েছে।' এছাড়ও তিনি বলেছেন, 'বিদ্যুৎ আইনের সূচনা হলে তাঁদের বিরাট ক্ষতি হবে বলে মনে করেন কৃষকরা। সেচের জন্য রাষ্ট্রপ্রদত্ত বিদ্যুতের ভর্তুকি বাজয় রাখার দাবি করেছিলো কৃষকদের সংগঠন। তা মেনে নেওয়া হয়েছে।'
বৈঠকে হাজির কৃষক সংগঠনের নেতা কালওয়ান্ত সিং সান্ধু বলেছেন, 'এ দিনের আলোচনা মূলত বিদ্যুৎ ও খড় পোড়ানোর উপর সীমাবদ্ধ ছিল। খড় পোড়ানোর আইনে কৃষকদের আর্থিক জরিমানার বিষয়টি বাতিল হবে বলে কথা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পরবর্তী বৈঠকে এনপিএস গ্য়ারান্টি, তিনটি কৃষি আইন নিয়ে আলোচনা হবে।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন